রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার পদ্মা নদীতে স্বপন হলদারের জালে ২৭ কেজি ওজনের পাঙাশ মাছ ধরা পড়েছে, যা প্রায় ৪২ হাজার টাকায় বিক্রি হয়।
রোববার (২৫ জুন) রাতে উপজেলার পদ্মা-যমুনার মোহনায় স্বপন হালদারের জালে মাছটি ধরা পড়ে। এরপর সোমবার (২৬ জুন) সকালে দৌলতদিয়া ৬ নম্বর ফেরিঘাটে দেলোয়ারের আড়তে আনা হলে নিলামে ১ হাজার ৪৫০ টাকা দরে মাছটি ৩৯ হাজার ১৫০ টাকায় কেনেন সুমাইয়া মৎস্য আড়তদার মো. সোহেল মোল্লা। পরে দুপুর ১২টার দিকে মাগুরার এক ব্যক্তির কাছে ১ হাজার ৫৫০ টাকা দরে ৪১ হাজার ৮৫০ টাকায় বিক্রি করে দেন।
সোহেল মোল্লা বলেন, ‘পদ্মায় অন্যান্য মাছ কম ধরা পড়লেও মাঝেমধ্যে বড় আকৃতির পাঙাশ, রুই, কাতল ও বাঘাইড় মাছ ধরা পরে। এতে জেলেরা লাভবান হয়, পাশাপাশি আমরা ব্যাবসায়ীরা টিকে থাকি। এ ছাড়া পদ্মা নদীর মাছ অত্যন্ত সুস্বাদু হওয়ায় এর আলাদা একটা চাহিদা রয়েছে।’
মন্তব্য করুন