মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৩, ১০:০৩ এএম
আপডেট : ২৫ নভেম্বর ২০২৩, ১০:৪৯ এএম
অনলাইন সংস্করণ

বানর তাড়াতে বাড়ির আঙিনায় কাকতাড়ুয়া

বানরের উপদ্রব থেকে রক্ষা পেতে বাড়ির আঙিনায় স্থাপন করা কাকতাড়ুয়া। ছবি : কালবেলা
বানরের উপদ্রব থেকে রক্ষা পেতে বাড়ির আঙিনায় স্থাপন করা কাকতাড়ুয়া। ছবি : কালবেলা

খাগড়াছড়ির মাটিরাঙ্গার রামশিড়ায় নিজের বসত বাড়িতে বানরের আক্রমণ ঠেকাতে গ্রাম বাংলার সনাতনী বিমূর্ত প্রতীক কাকতাড়ুয়া পদ্ধতি অনুসরণ করেন কৃষক আব্দুল খালেক।

পশুপাখিকে ভয় দেখানোর জন্য জমিতে রক্ষিত মানুষের প্রতিকৃতি হিসেবে এই গ্রামীণ জনপদে অতিপরিচিত দৃশ্য হলো এই কাকতাড়ুয়া। তবে এই কাকতাড়ুয়া যে শুধু পশু পাখিকে ভয় দেখায় তা নয়। রাতের বেলায় হঠাৎ কাকতাড়ুয়া নজরে এলে অনেক পথচারী ভয়ে চমকে যায়।

কালের বিবর্তনে পশু, পাখি থেকে ফসল রক্ষার এই সনাতন পদ্ধতিটি গ্রাম বাংলার বিমূর্ত প্রতীক হয়ে উঠে আসে গল্প, কবিতা, নাটক, উপন্যাস, ও সিনেমায়, শিল্পীর চিত্রকর্মে বিভিন্ন বইয়ের প্রচ্ছদে প্রচ্ছদে।

লম্বা খাড়া দণ্ডায়মান একটি খুঁটি এবং দুই বা তিন ফুট উপরে আড়াআড়ি আরেকটি খুঁটি বেঁধে তাতে ছন বা খড় পেঁচিয়ে মোটাসোটা করা হয়। তারপর আড়াআড়ি বাঁধানো অংশের সামান্য উপরে ছন বা খড়কুটো দিয়ে ডিম্বাকৃতি বা মাথার মতো বস্তু বানানো হয়। এরপর পরিত্যক্ত ছেঁড়া জামা বা পাঞ্জাবি পরিয়ে দেওয়া হয় এটিকে। গোলসদৃশ কোনো কিছু দিয়ে মাথা আকৃতি বানিয়ে চোখ-নাক-মুখ এঁকে দেওয়া হয় চুন বা চক দিয়ে।

কিন্তু বসতবাড়িতে এ কাকতাড়ুয়া বানানো হয়েছে শুধু বানর তাড়ানোর জন্য। ইদানীং বনজঙ্গল কেটে ফেলায় বানরের দল লোকালয়ে এসে ভাতের হাড়ির ভাত খেয়ে ফেলেছে মর্মে এমন মুখরোচক গল্প শোনা যাচ্ছে। বানর বাড়িতে ঢুকে যা পায় সব নষ্ট করে ফেলে। নিজেদের বসতবাড়ির লাউ, কুমড়া, পেঁপে বানরের দল নিয়ে চলে যায়।

কৃষক আব্দুল খালেক বানরের উপদ্রব থেকে রক্ষা পেতে সনাতনী পদ্ধতি অনুসরণ করে বিশাল আকৃতির ৮ ফুটের একটি কাকতাড়ুয়া বানিয়েছেন যা দেখলে বানরের দল ভয়ে অন্যত্র চলে যায়। আপাতত রক্ষা পাওয়া যায় তাদের যন্ত্রণা থেকে। কৃষক আবদুল খালেক বলেন, আমার বসতবাড়ির আশেপাশে বিভিন্ন জাতের শাক সবজি লাগিয়েছি। বানরের অত্যাচার থেকে রক্ষা পেতে অতিষ্ঠ হয়ে এটি বানিয়েছি। এখন আর বানর আসে না। কাকতাড়ুয়াকে দেখলে বড় আকৃতির মানুষ দাঁড়িয়ে আছে মনে করে তারা এ পথ দিয়ে আর আসে না।

মাটিরাঙ্গা উপসহকারী কৃষি কর্মকর্তা মো. আমির হোসেন বলেন, চাষাবাদে প্রযুক্তির ব্যবহার বেড়ে যাওয়ায় কৃষক আগের মতো আর কাকতাড়ুয়া ব্যবহার করছে না। দিন দিন প্রতিটি এলাকায় কৃষকের কাছে পার্চিং ও আলোকফাঁদ পদ্ধতির ব্যবহার জনপ্রিয় হয়ে উঠছে। তবে গ্রাম বাংলার প্রাচীন ঐতিহ্য হিসেবে কাকতাড়ুয়া হাজার বছর বেঁচে থাকুক তাদের ঐতিহ্যের স্মারক হয়ে এমনটি প্রত্যাশা করেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আঘাতে অসুস্থ বন্য হাতি, চিকিৎসা দিল বন বিভাগ

খাবার চুরি, বি‌য়ে না করেই ফি‌রে যা‌চ্ছিলেন বর

ঢাকাসহ যেসব এলাকায় বজ্রপাত হতে পারে শুক্রবার

নির্বাচন ঠেকাতে চাওয়া শক্তিকে ক্ষমা করবে না জনগণ : খসরু

কাশ্মীর ইস্যুতে সুর বদল যুক্তরাষ্ট্রের

ফিজিতে ‘দুর্দশায়’ ২৬ বাংলাদেশি, পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী

তিস্তা চরের নারী শ্রমিকদের মেলে না ন্যায্য মজুরি!

মে দিবসে ছিন্নমূল মানুষের পাশে ঢাবি ছাত্রদল

টানা তিন ম্যাচে একাদশের বাইরে রিশাদ, লাহোর কি ভুল পথে হাঁটছে?

ভুল তথ্য প্রচারে ব্যবহার হচ্ছে এআই

১০

বিপিএসএ সভাপতি নাজমুল, সাধারণ সম্পাদক আনিসুজ্জামান

১১

কাশ্মীরে হামলা নিয়ে অমিত শাহর কঠোর হুঁশিয়ারি

১২

শ্রমিক সমাবেশে শেকৃবি ছাত্রদলের অংশগ্রহণ

১৩

হাসনাত আবদুল্লাহর বাঁ হাতে পানি পানের ছবি প্রচার, যা জানা গেল

১৪

বাংলাদেশের পথে সামিত, আগেভাগেই এলো কানাডার ছাড়পত্র

১৫

মহাসমাবেশ সফলের লক্ষ্যে হেফাজত উত্তরা জোনের সমাবেশ ও গণমিছিল

১৬

রিউমর স্ক্যানারের প্রতিবেদন / সেনাপ্রধানকে নিয়ে এপ্রিলে ৬টি ভুল তথ্য প্রচার

১৭

শ্রমিক সমাবেশে নিজানের পক্ষে গণজোয়ার

১৮

দুই সপ্তাহে সোনার দাম সর্বনিম্ন

১৯

ইউরোপা লিগ জিতলেও রক্ষা নেই ইউনাইটেডের

২০
X