আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে আবারও আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বর্তমান সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল হাসেম খান। তিনি কুমিল্লা দ. জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও বুড়িচং উপজেলা আওয়ামী লীগের সভাপতি।
রোববার (২৬ নভেম্বর) বিকেলে বঙ্গবন্ধু অ্যাভিনিউ থেকে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ ঘোষণা দেন।
বর্তমানেও অ্যাডভোকেট আবুল হাসেম খান এ আসনের এমপি। তিনি কুমিল্লা-৫ আসন থেকে উপনির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তিনি কুমিল্লা দ. জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও বুড়িচং উপজেলা আওয়ামী লীগের সভাপতি দায়িত্ব পালন করেছেন।
এর আগে গত ১৮ নভেম্বর সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউর কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন ফরম বিক্রি কার্যক্রম শুরু করে আওয়ামী লীগ। দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনয়নপত্র সংগ্রহের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের যাত্রা শুরু হয়। কুমিল্লা-৫ আসনে মনোনয়ন পেতে প্রায় দুই ডজনের বেশি প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন।
প্রসঙ্গত, সাবেক আইনমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কিংবদন্তি রাজনীতিবিদ কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবদুল মতিন খসরুর মৃত্যুতে আসনটি শূন্য হওয়ায় এখানে উপনির্বাচনের তপশিল ঘোষণা করা হয়েছিল। ওই নির্বাচনে তারই ঘনিষ্ঠ সহচর অ্যাডভোকেট আবুল হাসেম খানকে মনোনয়ন দিয়েছিল আওয়ামী লীগ। সে সময় তিনি বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছিলেন। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশিল ঘোষণা হওয়ার পর ওই আসনে নৌকা প্রত্যাশী প্রায় দুই ডজনের বেশি প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এদের মধ্যে প্রয়াত অ্যাডভোকেট আবদুল মতিন খসরুর একনিষ্ঠ উত্তরসূরি কুমিল্লা দ. জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও বুড়িচং উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবুল হাসেম খান এমপিকে আবারও এ আসনে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মনোনয়ন বোর্ড।
মন্তব্য করুন