চট্টগ্রামের সীতাকুণ্ডে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল্লাহ আল বাকের ভূঁইয়ার বাড়ির সামনে বেশ কয়েকটি ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা।
সোমবার (২৭ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার মুরাদপুর ইউনিয়নের গোলাবাড়িয়া এলাকার তার বাড়ির সামনে এ ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়।
বাকের ভুঁইয়া জানান, আমি দ্বাদশ সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী ছিলাম। কিন্তু মনোনয়ন না পাওয়ায় উপজেলার বিভিন্ন এলাকা থেকে আমার নেতাকর্মীরা আমাকে শান্তনা দিতে আসেন। হঠাৎ কিছু উৎশৃঙ্খ যুবক রাত সাড়ে ৯টার দিকে আমার বাড়ির গেইটের সামনেসহ এলাকার আশেপাশে ককলেট বিস্ফোরণের ঘটনা ঘটায়। প্রায় ৩০ থেকে ৩৫টি ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে আমার নেতা কর্মীসহ পরিবারের লোকজনের মাঝে আতঙ্ক সৃষ্টি হয়। পরে বিষয়টি আমি পুলিশকে জানায়।
এ বিষয়ে জানতে সীতাকুণ্ড মডেল থানার কর্মকর্তাদের সঙ্গে মোবাইল ফোনে বেশ কয়েকবার যোগাযোগ করার চেষ্টা করলেও তারা ফোন রিসিভ করেননি।
মন্তব্য করুন