দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ (কাহালু ও নন্দীগ্রাম উপজেলা) আসনে বিএনপির টানা চারবারের সাবেক সংসদ সদস্য ডা. জিয়াউল হক মোল্লা মনোনয়নপত্র উত্তোলন করেছেন। মঙ্গলবার (২৮ নভেম্বর) বিকেলে নির্বাচনে অংশগ্রহণের কথা জানিয়ে বলেন, আমি মনোনয়নপত্র উত্তোলন করেছি এবং আগামীকাল ২৯ নভেম্বর তা দাখিল করব।
নির্বাচন সুষ্ঠু হবে দাবি করে তিনি বলেন, বগুড়ায় ২০১৮ সালে নির্বাচন সুষ্ঠু হয়েছিল বলেই বিএনপির কয়েকজন প্রার্থী জয়ী হয়েছিল। তাই আমার বিশ্বাস এবারও এ জেলায় নির্বাচন সুষ্ঠু হবে।
দীর্ঘদিন ধরে রাজনীতিতে নিষ্ক্রিয় থাকার পর হঠাৎ নির্বাচনে অংশগ্রহণের কারণ ব্যাখ্যা করতে গিয়ে ডা. জিয়াউল হক মোল্লা বলেন, বিএনপির নেতৃত্ব তাকে রাজনৈতিকভাবে অপমান করেছে। এতে তার শত শত কর্মী-সমর্থক কষ্ট পেয়েছে। তাদের সেই কষ্ট দূর করতেই নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছেন। দ্বাদশ সংসদ নির্বাচনে কোনো দল থেকে নয়, বরং স্বতন্ত্রভাবেই নির্বাচনে অংশ নিচ্ছেন তিনি।
বিএনপির সঙ্গে দূরত্বের কারণ ব্যাখ্যা করতে গিয়ে ডা. জিয়াউল হক মোল্লা বলেন, আমি চারবার এমপি ছিলাম। কিন্তু ২০০৭ সালের পর আমাকে কোনো নির্বাচনে দল থেকে মনোনয়ন দেওয়া হলো না। এমনকি আমার নিজ এলাকা কাহালুতে বিএনপির একটি ওয়ার্ড কমিটিতেও আমাকে রাখা হয়নি। এটা আমাকে ব্যথিত করেছে।
বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা বলেন, ডা. জিয়াউল হক মোল্লা বিএনপির কেউ নন। তবে এটা সত্য যে তিনি যদি নির্বাচনে অংশ নেন, তাহলে সরকারের সহযোগী হিসেবে জাতির কাছে চিহ্নিত হয়ে থাকবেন।
মন্তব্য করুন