আমাদের ওপর কারও কোনো চাপ নেই, কোনো দল আসবে কী আসবে না এটা তাদের নিজস্ব সিদ্ধান্ত। আমি ১৯৭০ সাল থেকে নির্বাচন দেখে আসছি। সব দল নির্বাচনে আসেও না বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর।
মঙ্গলবার (২৮ নভেম্বর) মাদারীপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভার আগে সাংবাদিকদের এক প্রশ্নর উত্তরে এ কথা বলেন তিনি। তিনি বলেন, যারা নির্বাচনে আসেননি তাদের আহ্বান করেছি এবং আহ্বান অব্যাহত রয়েছে, নির্বাচনে আসেন।
নির্বাচন কমিশনার বলেন, নির্বাচনে সেনাবাহিনী সম্ভবত থাকবে। আমরা সম্ভবত বলছি কারণ এই বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। বহির্বিশ্বের উন্নয়নশীল দেশগুলো পর্যবেক্ষক পাঠাবে না এটা কখনো বলেনি। আমরা তো তাদের কাছ থেকে অনেক তালিকা পেয়েছি।
ইসি মো. আলমগীর বলেন, শুরু থেকেই নিবন্ধিত ৪৪টি দলকেই নির্বাচনে অংশ নিতে আহ্বান জানিয়েছি। এখনো আহ্বান জানাচ্ছি। প্রয়োজনে সংবিধানের মধ্যে থেকে নির্বাচনের সময়সীমা হেরফের করা হবে। তারপরও চাই প্রতিটি নিবন্ধিত রাজনৈতিক দল জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিক।
নির্বাচনে বহির্বিশ্বের কোনো চাপ নেই উল্লেখ করে তিনি বলেন, এরই মধ্যে অনেক রাষ্ট্র থেকে কারা কারা নির্বাচন দেখতে আসছে, তার তালিকাও পেয়েছি। সুতরাং নির্বাচন নিয়ে কোনো চাপ নেই।
সভায় সভাপতিত্ব করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ মারুফুর রশিদ খান। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. মাসুদ আলম, জেলা নির্বাচন কর্মকর্তা আহমেদ আলী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাইনুদ্দিন প্রমুখ।
মন্তব্য করুন