সরকারের পদত্যাগ, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দাবি ও হরতালের সমর্থনে রাঙামাটিতে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল। এ সময় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের একটি ফেস্টুনে আগুন দেয় ছাত্রদলের নেতাকর্মীরা।
বুধবার (২৯ নভেম্বর) বিকেলে জেলা শহরের কল্যাণপুর এলাকা থেকে হাসপাতাল এলাকা পর্যন্ত বিক্ষোভ মিছিল করে ছাত্রদল। জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আলী আকবর সুমনের নেতৃত্বে বিক্ষোভ মিছিলে নেতাকর্মীরা অংশ নেয়।
এ সময় সিইসির পদত্যাগ ও তপশিল বাতিলের দাবি জানান উপস্থিত ছাত্রদল নেতাকর্মীরা। বিক্ষোভ মিছিল শেষে হাসপাতাল গেট এলাকায় সিইসির ফেস্টুনে আগুন দেওয়া হয়।
মন্তব্য করুন