সিআইডি পরিচয়ে অটো চোর চক্রের তিন সদস্যকে আটক করেছে জলঢাকা থানা পুলিশ। এ সময় তিনটি অটোগাড়িও উদ্ধার করা হয়।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী এক ব্যক্তির লিখিত অভিযোগ ও তার এজাহারের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (২৮ নভেম্বর) রাতে নীলফামারী জেলা পুলিশ সুপার গোলাম সবুরের দিকনির্দেশনায় থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে বিভিন্ন স্থান থেকে অটো চোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করে।
এ সময় বিভিন্ন এলাকা থেকে চুরি হওয়া তিনটি অটো উদ্ধার করা হয়। আটকরা হলো- মো. সাজু আহমদ পায়েল (৩১), মো. মিজানুর রহমান বাবু (৪০), মো. শফিকুল ইসলাম (৪৫)।
পুলিশ জানায়, আসামি সাজু আহমেদ পায়েলসহ অন্য আসামিদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ১৫টি চুরির মামলা রয়েছে বলে জানা গেছে। আসামিদের দেওয়া তথ্য-উপাত্ত যাচাইপূর্বক আরও অটো গাড়ি উদ্ধার ও সহযোগী আসামিদের গ্রেপ্তার প্রক্রিয়া অব্যাহত রয়েছে।
এ বিষয়ে জলঢাকা থানার ওসি মো. মোক্তারুল আলম বলেন, তথ্যপ্রযুক্তির ব্যবহার করে আসামিদের গ্রেপ্তার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে তারা চুরির কথা স্বীকার করেছে। তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন