মাগুরা জেলা আওয়ামী লীগের শুভেচ্ছায় সিক্ত হলেন মাগুরার দুই আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাগুরা-১ সাকিব আল হাসান ও মাগুরা-২ ড. শ্রী বীরেন শিকদার।
আজ বুধবার (২৯ নভেম্বর) মাগুরা জেলা আ.লীগ কর্তৃক এক বিশেষ বর্ধিত সভায় তাদের এই ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এর আগে মাগুরা-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী হওয়ার পর প্রথমবার নিজের এলাকায় যান সাকিব আল হাসান। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে সড়কপথে গাড়ির বহর নিয়ে মাগুরায় পৌঁছান তিনি। তাকে অভ্যর্থনা জানাতে দেশের দক্ষিণ–পশ্চিমাঞ্চলের প্রবেশদ্বার হিসেবে পরিচিত গড়াই সেতু এলাকায় ভিড় করেন হাজারো সমর্থক। সেখানে মোটরসাইকেলের বহর নিয়ে সাকিবকে অভ্যর্থনা জানানো হয়।
রাজনীতির সঙ্গে সম্পৃক্ততা না থাকায় দলে সাকিবের মনোনয়নপত্র নেওয়াকে অনাকাঙ্ক্ষিত বলে মাগুরার আওয়ামী লীগের অনেক নেতা প্রতিক্রিয়া জানিয়েছিলেন। তবে মঙ্গলবার (২৮ নভেম্বর) জেলা আওয়ামী লীগের বর্ধিত সভা শেষে দলের পক্ষ থেকে সাকিব আল হাসানের পক্ষে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার ঘোষণা দেওয়া হয়। এর আগে গত সোমবার সাকিবের পাশে থাকার ঘোষণা দেন এই আসনের বর্তমান সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর।
নিজ জেলা মাগুরা-১ ও মাগুরা-২ আসনের পাশাপাশি ঢাকা-১০ আসনের মনোনয়ন ফরম জমা দেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। তবে দল থেকে তাকে মাগুরা-১ আসনে নৌকার মাঝি হিসেবে মনোনয়ন দেওয়া হয়।
সব জল্পনা-কল্পনা শেষে মাগুরা-২ আসনে উন্নয়নের ধারা অব্যাহত রেখে স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে পঞ্চমবারের মতো আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের টিকিট পান ড. শ্রী বীরেন শিকদার।
মন্তব্য করুন