কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৩, ১১:২২ এএম
আপডেট : ২৯ নভেম্বর ২০২৩, ০১:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

গাড়িবহর নিয়ে মাগুরার পথে সাকিব  

সাকিবের গাড়িবহর। ছবি : সংগৃহীত
সাকিবের গাড়িবহর। ছবি : সংগৃহীত

গাড়িবহর নিয়ে মাগুরা যাচ্ছেন আওয়ামী লীগ থেকে প্রথমবারের মতো প্রার্থী হওয়া ক্রিকেটার সাকিব আল হাসান। বুধবার (২৯ নভেম্বর) সকালে ঢাকা থেকে গাড়িবহর নিয়ে মাগুরার পথে যাচ্ছে শুরু করেছেন তিনি। পদ্মা সেতু দিয়ে যাচ্ছে তার নির্বাচনী গাড়িবহর।

সাকিবের সঙ্গে রয়েছেন জাতীয় দলের দুই ক্রিকেটার রনি তালুকদার এবং নাজমুল হোসেন অপু। আছেন ক্রিকেটার আল আমিন জুনিয়রও।

জানা যায়, বুধবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বিশাল বহর নিয়ে নিজের নির্বাচনী এলাকার পথে রওনা দেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের পক্ষ থেকে মনোনয়ন পেয়েছেন তিনি। মাগুরা-১, মাগুরা-২ এবং ঢাকা-১০ আসনের মনোনয়ন নিয়েছিলেন সাকিব। দলীয়ভাবে তাকে মাগুরা-১ আসনে মনোনয়ন দেওয়া হয়েছে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সাকিব আল হাসানের পক্ষে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার ঘোষণা দিয়েছে জেলা আওয়ামী লীগ। মঙ্গলবার (২৯ নভেম্বর) জেলা শহরের জামরুল তলায় দলীয় কার্যালয়ে জেলা আওয়ামী লীগের বর্ধিত সভা শেষে এ ঘোষণা দেন নেতারা। পাশে থাকার ঘোষণা দিয়েছেন বর্তমান সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর।

মাগুরার দুটি আসনে প্রার্থী নিশ্চিত হওয়ার পরবর্তী করণীয় ঠিক করতে বর্ধিত সভা আহ্বান করে জেলা আওয়ামী লীগ। সভায় জেলা আওয়ামী লীগ সভাপতি আ ফ ম আবদুল ফাত্তাহর সভাপতিত্বে সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক পঙ্কজ কুমার কুণ্ডু। এসময় জেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের শীর্ষ নেতাদের পাশাপাশি কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য নির্মল কুমার চ্যাটার্জি ও সাকিবের বাবা খন্দকার মশরুর রেজা উপস্থিত ছিলেন।

শুরুতে সাকিব আল হাসান দলীয় মনোনয়ন পাওয়ায় জেলা আওয়ামী লীগের মধ্যে হতাশা তৈরি হয়েছিল জানিয়ে জেলার শীর্ষ নেতারা বলেছেন, স্থানীয় নেতাকর্মীদের প্রত্যাশা ছিল বর্তমান সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর আবারও মনোনয়ন পাবেন। তবে শেষ মুহূর্তে সাকিব আল হাসানকে মনোনয়ন দেওয়ায় নেতাদের মধ্যে হতাশা তৈরি হয়েছিল। তবে সাইফুজ্জামান শিখর জেলা আওয়ামী লীগের শীর্ষ নেতাদের ঐক্যবদ্ধভাবে সাকিবের পক্ষে নির্বাচন করার জন্য অনুরোধ করেন।

এ বিষয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি আ ফ ম আবদুল ফাত্তাহ জানিয়েছেন, দীর্ঘসময় মাগুরা জেলায় আওয়ামী লীগের রাজনীতি করে আসছেন সাইফুজ্জামান শিখর। নেতাকর্মীদের পাশাপাশি সবার আশা ছিল বর্তমান সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর আবারও মনোনয়ন পাবেন। না পাওয়ায় কিছু নেতাকর্মীর মধ্যে মান-অভিমান ও ক্ষোভ জন্ম নেয়। তবে দলীয় সভানেত্রী যেহেতু সাকিবকে মনোনয়ন দিয়েছেন, আমরা নেত্রীর সম্মান রক্ষায় সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করব।

এদিকে সাকিবের পারিবারিক সূত্রে জানা যায়- আজ বুধবার (২৯ নভেম্বর) মাগুরায় আসবেন সাকিব। প্রথমে যাবেন জেলা আওয়ামী লীগের কার্যালয়ে। সেখান থেকে আত্মীয়স্বজন ও দলীয় নেতাদের কবর জিয়ারত করতে মাগুরা পৌর গোরস্তানে যাবেন। সেখান থেকে বাড়ি যাবেন সাকিব। এরপর শুরু হবে নির্বাচনী কার্যক্রম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রেমিককে মারধর করে প্রেমিকাকে অপহরণের ঘটনায় আটক ৩

মার্চ টু যমুনার ঘোষণা হাসনাতের

যুদ্ধবিরতির পর আগামী সপ্তাহেই মাঠে গড়াচ্ছে আইপিএল

বিএনপি নেতা হানিফ ১৫ বছর পর দেশে ফিরলেন

ছোট ভাইয়ের বাসায় যাচ্ছেন খালেদা জিয়া

‘সমন্বিত সড়ক নিরাপত্তায় মিডিয়া ফেলোশিপ’ পেলেন যুগান্তরের ইমন রহমান

লিটনদের আমিরাত সফরে বাধা নেই

কুমিল্লার সিনিয়র জেল সুপারকে গ্রেপ্তারের হুমকি এডিসির, অডিও ভাইরাল

জরুরি বৈঠকে উপদেষ্টা পরিষদ

বাংলাদেশ আজ দুই ভাগে বিভক্ত : হাসনাত

১০

চট্টগ্রাম ওয়াসাকে ২৮ কোটি ডলার ঋণ দেবে বিশ্বব্যাংক

১১

গণতন্ত্র যাতে কারও হাতে জিম্মি হতে না পারে : আমীর খসরু

১২

ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণ মামলা তুলে নিতে বিএনপি নেতার হুমকি

১৩

‘নান অব আওয়ার বিজনেস’ বলেও মধ্যস্থতায় কেন যুক্তরাষ্ট্র?

১৪

সংবাদ সম্মেলন চলাকালে প্রেস ক্লাবে ছাত্রদল নেতার হামলা

১৫

জাতীয় টেলিভিশন বিতর্কে চ্যাম্পিয়ন ঢাবির জসীমউদদীন হল

১৬

একনজরে আজকের ভারত-পাকিস্তান ঘটনাপ্রবাহ

১৭

বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে পূজা উদযাপন পরিষদের শুভেচ্ছা

১৮

কেন জরুরি বৈঠক, জানালেন প্রেস সচিব

১৯

ভারতীয় গণমাধ্যমগুলো বিনোদনে পরিণত হয়েছে : প্রেস সচিব

২০
X