দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন সাবেক বিএনপি নেত্রী ও শিবগঞ্জ উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান বিউটি বেগম।
আজ বুধবার (২৯ নভেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার তাহমিনা আক্তারের কাছে তিনি মনোনয়নপত্র জমা দেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন অফিসার শহিদুল ইসলাম আকন্দ। মনোনয়নপত্র জমা দেওয়ার পূর্বে বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলার প্রধান প্রধান বন্দর প্রদক্ষিণ করে। প্রদক্ষিণ শেষে বিউটি পার্কে এক সংক্ষিপ্ত কর্মী সভা অনুষ্ঠিত হয়।
বিউটি বেগম প্রায় দেড় দশক আগে বিএনপির রাজনীতিতে সম্পৃক্ত হন। তিনি জেলা বিএনপির মহিলাবিষয়ক সম্পাদক ছিলেন। ২০১৪ সালে দলের সমর্থনে তিনি শিবগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। ২০১৮ সালে দলীয় সিদ্ধান্ত অমান্য করে উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থী হলে তাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়।
তিনি বলেন, নির্বাচন সুষ্ঠু হবে বলেই মনোনয়নপত্র জমা দিয়েছি। আমরা বিএনপি করতাম। দল ৩০ জনকে বহিষ্কার করেছিল। তাদের মধ্যে ২৯ জনকেই দলে ফিরিয়ে নেওয়া হয়েছে, শুধু আমাকে নেওয়া হয়নি। অথচ আমি দুবার ভোটে নির্বাচিত উপজেলা ভাইস চেয়ারম্যান ছিলাম। ক্ষোভ এখানেই। বিএনপি যোগ্যদের চায় না। তাই নির্বাচনে প্রার্থী হয়েছি।
মন্তব্য করুন