রাজশাহীর দুর্গাপুরে দুটি ওয়ান শুটারগানসহ জনি (২৭) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব -৫।
বুধবার ২৯ (নভেম্বর) রাত ৯ টার দিকে গগণবাড়ীয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে দুটি ওয়ান শুটারগান ও মোবাইল উদ্ধার করা হয়েছে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন র্যাব -৫।
গ্রেপ্তার অস্ত্র ব্যবসায়ী জনি উপজেলার গগণবাড়ীয়া এলাকার মকবুল ইসলামের ছেলে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫ রাজশাহীর সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল উপজেলার জয়নগর ইউনিয়নের গগনবাড়ীয়া গ্রামের জনির বাড়িতে অভিযান চালায়। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে জনি পালানোর চেষ্টা করলে তাকে ধরে ফেলে র্যাব।
এরপর তাকে জিজ্ঞাসাবাদের পর বাড়িতে তল্লাশি চালিয়ে ঘরের ভেতরে খাটের তোষকের নীচ থেকে অভিনব কায়দায় লুকিয়ে রাখা দুটি ওয়ান শুটারগান উদ্ধার করা হয়।
এ ঘটনায় র্যাব-৫ এর এসআই ফরহাদ হোসেন বাদী হয়ে দুর্গাপুর থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করেছে। মামলাটি দুর্গাপুর থানার এসআই শফিকুল ইসলাম তদন্ত করবেন বলে জানান ওসি নাজমুল হক।
মন্তব্য করুন