জাফর ইকবাল, চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৩, ০৮:৪৮ এএম
অনলাইন সংস্করণ

ভিত্তিপ্রস্তরেই আটকে আছে চিরিরবন্দর মডেল মসজিদ

ভিত্তিপ্রস্তরেই আটকে আছে চিরিরবন্দর মডেল মসজিদের নির্মাণকাজ। ছবি : কালবেলা
ভিত্তিপ্রস্তরেই আটকে আছে চিরিরবন্দর মডেল মসজিদের নির্মাণকাজ। ছবি : কালবেলা

দিনাজপুর চিরিরবন্দর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপনের এক বছরেও শুরু হয়নি নির্মাণকাজ। মসজিদের নির্মাণকাজ শুরু না হওয়ায় স্থানীয়রা মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছে।

জানা যায়, সরকারের ধর্ম মন্ত্রণালয়ের উদ্যোগে এবং বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের তত্ত্বাবধানে দেশের প্রতিটি জেলা-উপজেলায় ৫৬৪টি মডেল মসজিদ ও ইসলামি সাংস্কৃতিক কেন্দ্র নির্মিত হচ্ছে। এর ধারাবাহিকতায় গণপূর্ত বিভাগ দিনাজপুরের বাস্তবায়নে চিরিরবন্দর উপজেলা তিন তলা মডেল মসজিদটির প্রথম ধাপে নির্মাণ ব্যয় ধরা হয়েছিল ১১ কোটি ৩৮ লাখ ৬৮ হাজার টাকা।পরে নতুন করে দরপত্র আহ্বান করে নির্মাণ ব্যয় ধরা হয়েছে প্রায় ১৪ কোটি টাকা।

স্থানীয়রা জানায়, ২০২২ সালের ১০ অক্টোবরে উপজেলার স্টেশন রোড চিরিরবন্দর মহিলা কলেজ গেট সংলগ্ন সড়কের পশ্চিম পাশে মডেল মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সংসদ সদস্য আবুল হাসান মাহমুদ আলী। ভিত্তিপ্রস্তর উদ্বোধনে পর আর কোনো কাজ করেনি ঠিকাদার। হঠাৎ করে গত দুই থেকে তিন মাস আগে খাল খননের মধ্য দিয়ে শুরু হয় মডেল মসজিদের নির্মাণকাজ। এতে স্থানীয়দের মধ্যে খুশির আমেজ বিরাজ করে। কিন্তু ১০ থেকে ১২ দিন কাজ করে আবার হাওয়া ঠিকাদার। আবার বন্ধ হয়ে গেল নির্মাণকাজ। দিনাজপুর জেলায় প্রায় প্রতিটি উপজেলায় মডেল মসজিদের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর এখানে এখনো কাজ শুরুই করেতে পারল না কর্তৃপক্ষ।

চিরিরবন্দর ইসলামিক ফাউন্ডেশন ফিল্ড অফিসার খালিদ মোহাম্মদ সাইফুল্লাহ বলেন, চিরিরবন্দর উপজেলা মডেল মসজিদে কাজ দেরি হওয়ার কারণ প্রথম দিকে ভূমি অধিগ্রহণ জটিলতা পরে ঠিকাদারের গাফিলতি কারণে কাজ শুরু করতে পারি নাই। নতুন দরপত্রের মাধ্যমে যে ঠিকাদার কাজ পেয়েছেন তারা বর্ষার মৌসুমে কাজ শুরু করে, বর্ষায় পানি বেশি হলে কাজ ফেলে রেখে চলে গেছে। কয়েকবার ঠিকাদার সথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও ওনার সাথে কথা বলা সম্ভব হয়নি। তবে দ্রুত কাজ শুরুর জন্য ইতোমধ্যে কারেন্ট লাইনের কাজ ও টিন দিয়ে ঘেরার জন্য শ্রমিকরা কাজ করছে। আশা করি দ্রুত কাজ শুরু হবে।

চিরিরবন্দর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল আলমি সরকার বলেন, মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনের এক বছর পার হলেও নির্মাণকাজ শুরু না হওয়া দুঃখজনক। তবে আমি নিজেই ঠিকাদারের সাথে কথা বলেছি। ঠিকাদার আমাকে জানিয়েছেন খুব দ্রুত মডেল মসজিদে কাজ শুরু করা হবে।

চিরিরবন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) একে এম শরীফুল হক বলেন, আমি নতুন এ উপজেলায় যোগদান করেছি। যোগদানের পর থেকেই আমি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছি, গণপূর্ত বিভাগ দিনাজপুর ও ঠিকাদারের সাথে যোগাযোগ করছি। তারা দ্রুত মডেল মসজিদের কাজ শুরু করবে এবং সময়মত কাজ শেষ হবে।

গণপূর্ত বিভাগ দিনাজপুর নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন বলেন, প্রথম দরপত্র বাতিল করে গত জুন মাসে নতুন দরপত্রের মাধ্যমে কাজ শুরু হয়েছে। চিরিরবন্দরের যে স্থানটিতে মসজিদটি নির্মাণ হচ্ছে সেখানে বর্ষার পানি জমে থাকে তাই কাজ শুরু করে পরে ঠিকাদার কাজ বন্ধ রেখেছে। এখন বর্ষাকাল শেষ হওয়ায় আমাদের লোকজন সেখানে গেছে। খুব দ্রুত কাজ শুরু হবে আগামী ২৪ সালের জুনের মধ্য কাজ শেষ হবে বলে আশা করছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খামেনিকে বিচারের মুখোমুখি করার অঙ্গীকার করলেন ইরানের নির্বাসিত নেতা

এবার ম্যাচ বয়কটের হুমকি

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর ঘুরে দেখলেন প্রধান উপদেষ্টা

জামায়াত-এনসিপিসহ ৪ দলকে সতর্ক করল ইসি

অর্ধশতাধিক আসনে মনোনয়নপত্র প্রত্যাহার, কারণ জানাল খেলাফত মজলিস 

মোটরসাইকেলে ভারতীয় সেনাদের ব্যতিক্রমী কসরত

আগামী দিনে জাতির নেতৃত্ব দেবেন তারেক রহমান : মান্নান

এবার ভারত মহাসাগরে বিতর্কিত চাগোস দ্বীপপুঞ্জে নজর ট্রাম্পের

চেতনানাশক মিশ্রিত জুস খাইয়ে লুট, গ্রেপ্তার ৫

এভাবেই তো নায়ক হতে হয়!

১০

জঙ্গল সলিমপুরে শিগগিরই অভিযান : র‍্যাব ডিজি

১১

সমর্থকরা আটকে রাখলেন প্রার্থীকে, ভিডিও কলে প্রার্থিতা প্রত্যাহার

১২

জুলাই বিপ্লবের চেতনা রক্ষায় গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিন : উপদেষ্টা রিজওয়ানা

১৩

ইইউ প্রতিনিধিদের সঙ্গে জমিয়তের বৈঠক

১৪

আইসিসি থেকে মিলল সুখবর

১৫

যে নিয়মে বাড়িভাড়া বাড়াতে হবে মালিককে

১৬

কড়াইল বস্তিবাসীর জন্য ফ্ল্যাট ও ক্লিনিক স্থাপনের আশ্বাস তারেক রহমানের

১৭

আমরা বুড়ো হয়ে গেছি—চঞ্চলকে বললেন পরী

১৮

রূপায়ণ সিটির বার্ষিক বিক্রয় সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত

১৯

যে কারণে পদ হারালেন বিএনপির ২ নেতা

২০
X