বঙ্গবন্ধু সেতুতে গত ২৪ ঘণ্টায় ৫৫ হাজারেরও বেশি যানবাহন পারাপার করায় সাড়ে তিন কোটি টাকারও বেশি টোল আদায় হয়েছে। এটি যাবতকালের সর্বোচ্চ টোল আদায়। বুধবার (২৮ জুন) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবির পাভেল।
তিনি জানান, মঙ্গলবার (২৭ জুন) রাত ১২টা পর্যন্ত সেতুতে যানবাহন চলাচল করেছে ৫৫ হাজার ৪৮৮টি। এর মধ্যে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী লেনে ৩৬ হাজার ৪৯১ এবং ঢাকামুখী লেনে চলেছে ১৮ হাজার ৯৯৭টি যানবাহন।
মোট টোল আদায় হয়েছে ৩ কোটি ৫৮ লাখ ৪০ হাজার ২০০ টাকা। এর মধ্যে পূর্ব টোলপ্লাজায় ২ কোটি ৬ লাখ ৬৯ হাজার ৭৫০ টাকা এবং পশ্চিম টোলপ্লাজায় ১ কোটি ৫১ লাখ ৭০ হাজার ৪৫০ টাকা।
মন্তব্য করুন