লৌহজং (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫৩ পিএম
অনলাইন সংস্করণ
ইটিসি সিস্টেম চালু

পদ্মা সেতুতে টোল দিতে আর থামাতে হবে না গাড়ি

পদ্মা সেতুর টোল প্লাজা। ছবি : কালবেলা
পদ্মা সেতুর টোল প্লাজা। ছবি : কালবেলা

পদ্মা সেতুতে যুক্ত হলো এক নতুন যাত্রা অভিজ্ঞতা— চালু হলো ইলেকট্রনিক টোল কালেকশন (ইটিসি) ব্যবস্থা। এই পদ্ধতিতে প্রথমবারের মতো দেশের কোনো সেতুতে গাড়ি থামানো ছাড়াই টোল পরিশোধ করে পারাপারের সুযোগ তৈরি হলো।

সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেল ৫টা ১৩ মিনিটে প্রথম একটি গাড়ি এই নতুন সিস্টেম ব্যবহার করে সেতু পার হয়, যার মাধ্যমে লাইভ পাইলটিং আকারে ইটিসির সূচনা ঘটে।

সেতুর মাওয়া প্রান্তে দুটি এবং জাজিরা প্রান্তে আরও দুটি, মোট চারটি নতুন ইলেকট্রনিক টোল বুথ বসানো হয়েছে। আগের মতোই বাকি ১১টি বুথ চালু থাকবে ম্যানুয়েল পদ্ধতিতে। যদিও এই সিস্টেম চালু হওয়ার কথা ছিল দুপুর ২টায়, তবে কিছু টেকনিক্যাল সমস্যার কারণে তা সম্ভব হয়নি। দীর্ঘদিনের প্রস্তুতি শেষে অবশেষে বিকেলে তা চালু করা সম্ভব হয়।

যেসব ব্যবহারকারী ইটিসি সেবা নিতে চান, তাদের জন্য রয়েছে একটি নির্দিষ্ট প্রক্রিয়া। প্রথমবারের মতো ‘ট্রাস্ট অ্যান্ড পে’ অ্যাপ ডাউনলোড করে গাড়ির নিবন্ধন ও রিচার্জ করতে হবে। এরপর পদ্মা সেতুর ওয়েট স্কেলের পাশে অবস্থিত ‘আরএফআইডি’ বুথে গিয়ে গাড়ির আরএফআইডি ট্যাগ পরীক্ষা ও নিবন্ধন সম্পন্ন করতে হবে। এই নিবন্ধনের পর গাড়িচালকরা অন্তত ৩০ কিলোমিটার গতিতে নির্ধারিত ইটিসি লেন ব্যবহার করে সরাসরি সেতু পার হতে পারবেন, যেখানে টোল স্বয়ংক্রিয়ভাবে কেটে নেওয়া হবে।

এই প্রযুক্তি রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন বা আরএফআইডি ভিত্তিক। ব্যবহারকারীর অ্যাকাউন্ট থেকে নির্ধারিত হারে টোল কেটে নেওয়া হবে এবং গাড়ি থামানোর প্রয়োজন হবে না। প্রথমবারের নিবন্ধন কার্যক্রম সোমবার পদ্মা সেতু উত্তর থানার সামনে পরিচালনা করা হয়। সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, আপাতত কেবল টেপ অ্যাপের মাধ্যমেই নিবন্ধন ও রিচার্জ করা যাবে, তবে ভবিষ্যতে অন্যান্য ফাইন্যান্সিয়াল অ্যাপকেও এই সেবার সঙ্গে যুক্ত করার উদ্যোগ নেওয়া হচ্ছে। এ লক্ষ্যে কাজ করছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের এটুআই।

২০২৩ সালের জুলাইয়ে পরীক্ষামূলকভাবে এই প্রযুক্তি চালু হয়। তখন ঘোষণা দেওয়া হয়েছিল তিন মাসের মধ্যে এটি উন্মুক্ত করা হবে, তবে বাস্তবে অপেক্ষা করতে হয়েছে দুই বছরের বেশি সময়। এ সময়ে পদ্মা সেতুর ব্যবহার উল্লেখযোগ্যভাবে বেড়েছে। প্রায়ই টোল প্লাজায় দীর্ঘ যানজট তৈরি হয়, বিশেষ করে ঈদ বা উৎসবের সময়। অনেক সময় গাড়িকে লাইনে দাঁড়াতে হয়, যার ফলে যাত্রীদের সময় নষ্ট হয় এবং দুর্ভোগ বাড়ে। ইটিসি চালুর মাধ্যমে এ সমস্যার সমাধান হবে বলে আশা করছে কর্তৃপক্ষ।

সাধারণ যাত্রীদের মধ্যে এই উদ্যোগ ঘিরে দেখা দিয়েছে ইতিবাচক সাড়া। শরীয়তপুরের বাসিন্দা ব্যবসায়ী মনির হোসেন বলেন, তিনি প্রায়ই ঢাকায় যাতায়াত করেন এবং আগে টোল দেওয়ার জন্য গাড়ি থামিয়ে দীর্ঘ লাইনে দাঁড়াতে হতো। ইলেকট্রনিক টোল চালু হলে সময় বাঁচবে এবং ঝামেলা কমবে। একই অনুভূতি প্রকাশ করেছেন মাদারীপুরের শিক্ষক বসির উদ্দিন। তার মতে, এই ব্যবস্থার ফলে বিশেষ করে উৎসবের সময় ভিড়ের কারণে দেরি করে গন্তব্যে পৌঁছানোর যে সমস্যা ছিল, তা অনেকটাই কমে আসবে।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের অতিরিক্ত পরিচালক শেখ ইশতিয়াক আহমেদ কালবেলাকে জানিয়েছেন, আগামী ১০ থেকে ১৫ দিন এই প্রযুক্তি লাইভ পাইলটিং হিসেবে চলবে। এরপর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী এটি চূড়ান্তভাবে চালু করা হবে। তিনি বলেন, ব্যবহারকারীদের প্রথমে টেপ অ্যাপ ডাউনলোড করতে হবে, তবে অ্যাপ ব্যবহার করতে ব্যাংকে অ্যাকাউন্ট থাকা বাধ্যতামূলক নয়। বিভিন্ন পদ্ধতিতে রিচার্জ করা যাবে, যার মধ্যে রয়েছে ক্রেডিট কার্ড ব্যবস্থাও।

তিনি আরও জানান, আরএফআইডি সিস্টেম সঠিকভাবে কাজ করছে কি না, তা একবার পরীক্ষা করার জন্য ব্যবহারকারীদের মাওয়া প্রান্তের ওয়েট ইন মোশনের পাশে অবস্থিত বুথে যেতে হবে। সব ঠিক থাকলে এরপর থেকেই গাড়ি থামানো ছাড়াই টোল পরিশোধ করে সেতু পার হওয়া যাবে। আর যদি ট্যাগে কোনো সমস্যা ধরা পড়ে, তবে নিকটবর্তী বিআরটিএ অফিস থেকে ট্যাগ পরিবর্তনের পরামর্শ দেওয়া হবে। পদ্মা সেতুর এই নতুন প্রযুক্তিনির্ভর উদ্যোগ কেবল সময় সাশ্রয়ী করবে না, বরং এটি দেশের সড়ক পরিবহন ব্যবস্থায় আধুনিক প্রযুক্তির এক বাস্তব প্রয়োগ হিসেবে বিবেচিত হবে। সেতুর ব্যবহারে গতি, আর্থিক কার্যক্রমে স্বচ্ছতা এবং যাত্রীসেবায় সুবিধা— সব মিলিয়ে ইটিসি ব্যবস্থাপনা সেতুর ব্যবস্থাপনাকে এক নতুন মাত্রায় নিয়ে যাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডাকসুর ভোট এবার ম্যানুয়ালি গণনার জন্য উমামার লিখিত আবেদন

আরও বাড়ল ঐকমত্য কমিশনের মেয়াদ

চ্যাম্পিয়ন্স লিগ শুরুর আগে রিয়াল শিবিরে সুসংবাদ

সাতক্ষীরায় ৭ বস্তা পলিথিন পোড়ালেন ভ্রাম্যমাণ আদালত

‘আমার নাম স্বস্তিকা, বুড়িমা নই’ ক্ষোভ ঝাড়লেন স্বস্তিকা

এক দিনে ২৬ ব্যাংক থেকে ৩৫ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক / ছয় লেনের পদক্ষেপ না নিলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

আদালতের বারান্দায় নৃশংস হামলা, বিচার চেয়ে কাঁদল ভুক্তভোগী পরিবার

এবার হরতালের ডাক মুক্তিযোদ্ধা পরিবার-বস্তিবাসীর 

বিদেশি নয়, মন টানে দেশি ছেলেই : সেমন্তী সৌমি

১০

দুধ দিয়ে গোসল করে ২৫ বছরের সংসার ছাড়লেন লিটন

১১

চাকসুর ভোটার তালিকায় এমফিল-পিএইচডির ৩৪৮ শিক্ষার্থী

১২

অপরিকল্পিত সড়ক আর নানা অব্যবস্থাপনায় জলাবদ্ধ জামালপুর পৌরসভা

১৩

তারেক রহমানের নেতৃত্বে জনগণের সরকার প্রতিষ্ঠা পাবে : আনোয়ার

১৪

এশিয়া কাপে ওমানকে ৪২ রানে উড়িয়ে দিল আমিরাত

১৫

শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি / প্রধান উপদেষ্টার সঙ্গে হিন্দু নেতাদের সাক্ষাৎ

১৬

সরকারি গাড়ি নেই লালমাই এসিল্যান্ড অফিসে, ব্যাহত জনসেবা

১৭

ছয় মাসের সাজা ছয় বছর খেটে দেশে ফিরলেন রামদেব

১৮

৮৩ কোটি টাকা ঋণখেলাপি / এএফসি হেলথের ৬ পরিচালকের দেশত্যাগে নিষেধাজ্ঞা 

১৯

বিশ্লেষণ / ইসলামিক আর্মি গঠনের দিকে এগোচ্ছে মুসলিম বিশ্ব?

২০
X