গেল বছরের সিত্রাং ঘূর্ণিঝড়ের প্রভাবে সাগরে মাছ ধরার ট্রলার ডুবে, ভোলার দৌলতখানের নিখোঁজ ১৬ জেলে পরিবারের সদস্যরা ঈদ আনন্দ থেকে বঞ্চিত রয়েছেন। নিখোঁজদের মধ্যে যাদের নাম জানা গেছে তারা হলেন- বাচ্চু, দুলাল, মহিউদ্দিন, ফিরোজ, মহসিন, ইয়াসিন, আলী, আবুল খায়ের, নুর আলম, আবু আব্দুল্লাহ, মো. হান্নান।
জানা যায়, গত ৯ মাস আগে দুলাল মাঝির নেতৃত্বে বাকি জেলেরা মাছ ধরার ট্রলার নিয়ে সাগরে মাছ ধরতে যায়। ওই সময়ে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কবলে পড়ে তাদের ট্রলারটি ডুবে যায়। এখন পর্যন্ত ওই ট্রলার এবং ট্র্রলারে থাকা ১৪ জেলের সন্ধান পাওয়া যায়নি। এদিকে একমাত্র উপার্জনক্ষম সদস্যদের হারিয়ে পরিবারগুলো মানবেতর জীবনযাপন করছে। এখন পর্যন্ত সরকারি বা বেসরকারিভাবে কোনো সুযোগ-সুবিধাও পায়নি। আসন্ন ঈদুল আজহাতে পরিবারের মধ্যে নেই ঈদ আনন্দ।
এ ব্যাপারে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহফুজুল হাসনাইন জানান, ‘নিখোঁজ জেলেদের মধ্যে ১০ জনের জেলে কার্ড রয়েছে, ২ জন কিশোর, ২ জন কৃষক এবং বাকি ২ জন ভারতের কারাগারে রয়েছে। কার্ডধারী ১০ জেলেকে আর্থিক সুবিধা দেওয়ার জন্য মন্ত্রণালয়ে সুপারিশ করা হয়েছে এবং ভারতের কারাগারে বন্দি দুই জেলেকে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইদুজ্জামান পাঠান বলেন, ‘নিখোঁজ জেলেদের ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
মন্তব্য করুন