চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী এলাকায় চলন্ত মাইক্রোবাসে ইট নিক্ষেপের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৫ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে জীবননগর-দর্শনা আঞ্চলিক মহাসড়কে শিয়ালমারী পশুহাটের কাছে এ ঘটনা ঘটে।
মাইক্রোবাসের মালিক ও চালক শ্রী বিজয় চন্দ্র সেন বলেন, ‘চুয়াডাঙ্গায় যাত্রী নামিয়ে আমি মাইক্রোবাসটি নিয়ে মঙ্গলবার রাতে জীবননগরে ফিরছিলাম। রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে মাইক্রোবাসটি উথলী বিজিবি ক্যাম্প পার হয়ে শিয়ালমারী পশুহাটের আগে অবস্থিত কালভার্টের কাছে পৌঁছালে কে বা কারা সড়কের পাশের বাঁশঝাড়ের মধ্য থেকে রাতের অন্ধকারে আমার মাইক্রোবাসে ইট নিক্ষেপ করে পালিয়ে যায়। পরে আমি গাড়িটি নিয়ে নিজ বাড়িতে ফিরে আসি।’
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম জাবীদ হাসান। তিনি বলেন, ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিস্তারিত জানান চেষ্টা করছি। পরে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য করুন