নাস্তার মান খারাপ হওয়ায় মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সুধা মিস্টান্ন ভাণ্ডারের ম্যানেজারকে বেধড়ক পেটানোর অভিযোগ উঠেছে মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের সংসদ সদস্য উপাধ্যক্ষ আব্দুস শহীদের নিরাপত্তারক্ষী পুলিশের এএসআই মোহাম্মদ গোলাম কিবরিয়ার বিরুদ্ধে। মঙ্গলবার (২৭ জুন) সকালের দিকে এ ঘটনা ঘটে।
তবে ভুক্তভোগী আরফান মিয়া (৩৩) ভয়ে এখনো মুখ খুলছেন না। বরং এ ঘটনায় ভয়ে আত্মগোপনে রয়েছেন তিনি ও তার পরিবার।
ঘটনার ভিডিও সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে শ্রীমঙ্গল চৌমুহনীর সুধা মিষ্টান্ন ভাণ্ডারে দলবল নিয়ে যান এএসআই কিবরিয়া। সেখানে মিষ্টির সঙ্গে নিমকির মান নিয়ে চিৎকার শুরু করেন এবং ম্যানেজারের টেবিলের সামনে এসে হাত উঁচিয়ে সবাইকে শাসাতে থাকেন। পরে দোকানের ভেতর থেকে পাশের একটি বিল্ডিংয়ের আড়ালে আরফানকে নিয়ে গিয়ে বেধড়ক পেটান তিনি।
পিটুনিতে আহত আরফান মিয়া শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন। তার মোবাইল নম্বরে মঙ্গলবার রাত থেকে বুধবার (২৮ জুন) সন্ধ্যা পর্যন্ত একাধিকবার চেষ্টা করা হলেও যোগাযোগ করা সম্ভব হয়নি।
একপর্যায়ে তার স্ত্রী কথা বললেও বিস্তারিত জানাতে অপরাগতা প্রকাশ করেন। তিনি বলেন, ‘আমার স্বামীকে প্রচুর আঘাত করা হয়েছে। তিনি বর্তমানে বিছানা থেকে উঠতে পারছেন না। মোবাইলে কথা বলতে পারবেন না।’ আরাফাত কোথায় আছেন সেই তথ্য দিতে রাজি হননি তিনি।
সরেজমিনে গিয়ে জানা যায়, দোকানের মালিক দেশের বাইরে অবস্থান করছেন। তবে কর্মচারীরা ভয়ে কেউ কথা বলতে রাজি হননি। এ বিষয়ে জানতে অভিযুক্ত এএসআই মোহাম্মদ গোলাম কিবরিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, এমন কিছুই ঘটেনি। যা ঘটেছিল মীমাংসা হয়েছে। একপর্যায়ে তিনি কিছুটা উত্তেজিত হয়ে পাল্টা প্রশ্ন করেন, ‘আপনি দেখছেন আমি মারছি?’ ঘটনার দুটি ভিডিও ফুটেজ রয়েছে এ কথা শুনে তিনি ব্যস্ত আছেন বলে লাইন কেটে দেন।
শ্রীমঙ্গল থানার ওসি জাহাঙ্গীর হোসেন সর্দার বলেন, ‘আমি কিছু জানি না। বিস্তারিত জানতে খোঁজ নিচ্ছি।’
মন্তব্য করুন