গাজীপুর মহানগরীর টঙ্গীর আলোচিত শ্রমিক নেতা শহীদুল ইসলাম হত্যা মামলার অন্যতম আসামি মো. রফিকুল ইসলামকে (৪৪) গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১০ ডিসেম্বর) রাতে টঙ্গী পশ্চিম থানার সাতাইশ এলাকায় গাজীপুর ইন্ডাস্ট্রিয়াল পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
পুলিশ জানায়, শ্রমিক নেতা শহীদুল ইসলাম হত্যা মামলায় গ্রেপ্তারকৃত আসামিদের মধ্যে এজাহারনামীয় আসামি সোহেল রানা ওরফে বাবু ও রাতুল আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে রফিকুল ইসলামের সম্পৃক্ততার বিষয়টি জানান। গ্রেপ্তার হওয়া রফিকুলকে আজ সোমবার (১১ ডিসেম্বর) আদালতে হাজির করে রিমান্ড আবেদন করবে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ।
গাজীপুর ইন্ডাস্ট্রিয়াল পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. ইমরান আহম্মেদ (পিপিএম) বলেন, শ্রমিক নেতা শহীদুল হত্যা মামলায় এখন পর্যন্ত ১২ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
গাজীপুরের বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স অ্যাসোসিয়েশনের নেতা ছিলেন শহীদুল ইসলাম।
মন্তব্য করুন