চাঁদপুরে অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রি রোধে অভিযান পরিচালনা করেছে ভোক্তা অধিদপ্তর। এ সময় কয়েকটি দোকানকে জরিমানা করা হয়।
সোমবার (১১ ডিসেম্বর) দুপুরে মতলব দক্ষিণে বাজার তদারকিকালে এ জরিমানা করা হয়। জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক নূর হোসেন রুবেল বিষয়টি নিশ্চিত করেছেন।
জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক নূর হোসেন রুবেল বলেন, অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রি, মূল্য তালিকা প্রদর্শন না করা, মেয়াদোত্তীর্ণ ওষুধ, অতিরিক্ত মূল্যে জুতা বিক্রির অপরাধে সর্বমোট ৪টি দোকানকে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আমাদের এ ধরনের অভিযান চলমান থাকবে।
এ সময় অভিযানে চাঁদপুরের মতলব দক্ষিণ থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন