অগ্রহায়ণের শেষে শৈত্যপ্রবাহ বইছে দেশের দক্ষিণ-পশ্চিমের জেলা চুয়াডাঙ্গায়। ফলে কনকনে ঠান্ডায় তীব্র শীতে বিপর্যস্ত হয়ে উঠছে খেটে খাওয়া মানুষের জীবনযাত্রা। আগামী দিনে তাপমাত্রা আরও কমবে বলে জানা গেছে।
এদিকে সপ্তাহজুড়ে ক্রমাগত তাপমাত্রা কমতে ছিল এ জেলায়। সেই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (১৪ডিসেম্বর) সকাল ৬টায় চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১.০ ডিগ্রি সেলসিয়াস। আর বাতাসের আর্দ্রতা ছিল ৯৫ শতাংশ। চুয়াডাঙ্গা আঞ্চলিক আবহাওয়া পর্যেক্ষণাগার থেকে এ তথ্য জানা গেছে।
আর সকাল ৯টায় চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আর বাতাসের আর্দ্রতা ছিল ৮৯ শতাংশ।
সামনের দিনগুলোতে জেলার শীতের তীব্রতা আরও বাড়তে পারে।
মন্তব্য করুন