বিএনপি সমর্থিত ভাইয়েরা নৌকা মার্কায় ভোট না দিলে কেন্দ্রে যাওয়ার দরকার নেই টাঙ্গাইলে এমন মন্তব্য করা ইউপি চেয়ারম্যানকে জরিমানা করেছে জেলা প্রশাসন। আব্দুর রউফ নামে ওই চেয়ারম্যান মির্জাপুরের ফতেপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি।
নির্বাচনী আচরণবিধি প্রতিপালনে দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান বুধবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় রউফকে ১০ হাজার টাকা জরিমানা করেন।
এর আগে গত ১০ ডিসেম্বর রাতে একটি ওয়াজ মাহফিলে বক্তব্য দেন রউফ। ফতেপুর উল্টরপাড়া গ্রামে ওই মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে রউফ বলেন, ‘বিএনপির ভাইয়েরা নৌকায় ভোট না দিলে কেন্দ্রে যাওয়ার দরকার নেই।’
তার এ বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মুহূর্তেই ভাইরাল হওয়ার পর গতকাল সন্ধ্যায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমান ফতেপুর বাজারে গিয়ে ইউপি চেয়ারম্যানকে জনসমক্ষে ১০ হাজার টাকা জরিমানা করেন।
এ সময় নির্বাচনী আচরণবিধি প্রতিপালনে দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান বলেন, আব্দুর রউফ তার বক্তব্যের জন্য ক্ষমা প্রার্থনা করেছেন। সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০০৮-এর ১১ ধারায় উসকানিমূলক বক্তব্য প্রদান ও উচ্ছৃঙ্খল আচরণের অপরাধে রউফ চেয়ারম্যানকে এ জরিমানা করা হয়েছে।
মন্তব্য করুন