মানিকগঞ্জের সাটুরিয়ায় যথাযথ মর্জাদায় পালিত হয়েছে শহীদ বুদ্ধিজীবী দিবস। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকালে সাটুরিয়া উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
প্রথমে বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য, মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি, সাটুরিয়া উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুল মজিদ ফটো এবং সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার শান্তা রহমান পুষ্পস্তবক অর্পণ করেন।
পরে সাটুরিয়া থাার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম থানার পক্ষ থেকে মুক্তিযোদ্ধা কমান্ড, সাটুরিয়া প্রেস ক্লাবসহ উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এ সময় পুষ্পস্তবক অর্পণ করেন। পরে দিবসটির তাৎপর্য নিয়ে সাটুরিয়া উপজেলা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সাটুরিয়া উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতারা, সাটুরিয়া উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানরা, সাংবাদিক, শিক্ষক ও সমাজের বিভিন্ন পেশার মানুষ অংশগ্রহণ করেন।
মন্তব্য করুন