মেহেরপুরের মুজিবনগরে এক বিশেষ অভিযানে ৫ কেজি গাঁজাসহ রাজু আহমেদ নামের এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। রাজু বাগোয়ান ইউনিয়নের আনন্দবাস গ্রামের ফজলুল হক পিন্টুর ছেলে।
বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) রাতে মুজিবনগর-মেহেরপুর প্রধান সড়কের হীরা ইটভাটার সামনে একটি ইজিবাইক তল্লাশি করে দুটি মরিচের বস্তার মধ্যে থেকে ৪ পোটলা গাঁজা উদ্ধার করে মুজিবনগর থানার এসআই সজিবুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি টিম।
থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদ পেয়ে মুজিবনগর মেহেরপুর প্রধান সড়কে মাদকবিরোধী এক অভিযান চালায় মুজিবনগর থানা পুলিশ। এ সময় হীরা ইটভাটার সামনে একটি ইজিবাইকের গতিরোধ করে তল্লাশি চালালে মরিচের বস্তার ভিতরে অভিনব কায়দায় লুকানো ৪টি পুটলা থেকে মোট ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
মুজিবনগর থানার ওসি উজ্জ্বল দত্ত বলেন, আটক মাদক কারবারি রাজুর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার তাকে আদালতে সোপর্দ করা হবে।
মন্তব্য করুন