আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-৪ আসনের আওয়ামী লীগের নৌকার প্রার্থীর পরিবর্তন করেছে ক্ষমতাশীল দল। লক্ষ্মীপুর-৪ আসনে গত ২৭ নভেম্বর আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে থেকে নৌকার মাঝি হিসেবে মনোনয়ন পান বাংলাদেশ আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলি।
কিন্তু মাঝ পথে নৌকার প্রার্থী পরিবর্তন নিয়ে নানা রকম গুঞ্জন শুরু হয়। শেষমেশ চূড়ান্তভাবে আওয়ামী লীগের জোট সমর্থিত ‘জাসদ’ থেকে নির্বাচিত মোশারফ হোসেনকে লক্ষীপুর-৪ (কমলনগর-রামগতি) আসনে নৌকার প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়।
এ ব্যাপারে মোবাইল ফোনে মোশারফ হোসেনের সঙ্গে কথা বললে তিনি বলেন, ‘প্রাথমিকভাবে ফরিদুন্নাহার লাইলীকে দল মনোনয়ন দিলেও মার্কা কিন্তু দেওয়া হয়নি আর তাই চূড়ান্তভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নৌকা আমাকেই দিয়েছেন।’
তিনি আরও বলেন, ‘আমার (কমলনগর-রামগতি) এলাকা নদীভাঙ্গা কবলিত একটি অঞ্চল। অনেক দিনের ইচ্ছা ছিল এ এলাকার মানুষের জন্য কিছু করব। এখন যদি নৌকা প্রতীকে জয়ী হয়ে সংসদে যেতে পারি তাহলে এ এলাকার মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব।’
অপরদিকে প্রাথমিক পর্যায়ে মনোনয়ন পাওয়া ফরিদুন্নহার লাইলীর সঙ্গে কয়েকদিন আগে কথা হলে তিনি বলেন, দল আমাকে মনোনয়ন দিয়েছে এখন যদি দলের স্বার্থে জোটের স্বার্থে প্রার্থিতা পরিবর্তন হয় এতে আমি বাংলাদেশ আওয়ামী লীগ যে সিদ্ধান্ত দেয় সেটাই মেনে নেব।
কিন্তু চূড়ান্তভাবে প্রার্থীতা পরিবর্তন হলে ফরিদুন্নহার লাইলীর সঙ্গে তার মোবাইল ফোনে অনেকবার যোগাযোগ করার চেষ্টা করলেও কোনো সাড়া পাওয়া যায়নি।
কমলনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি নিজাম উদ্দিন বলেন, দল ফরিদুন্নাহার লাইলীকে মনোনয়ন দিয়েছে এখন যদি দলের স্বার্থে প্রার্থী পরিবর্তন হয় তাহলে নৌকা প্রতীক নিয়ে যে আসবে আমরা তৃণমূল আ.লীগ তার ভোটই করব।
মন্তব্য করুন