যশোরের মনিরামপুরে মালয়েশিয়া প্রবাসী শাহানুর রহমানের লাশ ২৩ দিন পর দেশে এসেছে। শুক্রবার (১৫ ডিসেম্বর) ভোরে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে তার লাশ দেশে পৌঁছে। পরে অ্যাম্বুলেন্সযোগে ঢাকা থেকে গ্রামের বাড়িতে আনা হয়। সকাল ১০টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে শাহানুরের লাশ দাফন করা হয়। শাহানুর রহমান (২২) উপজেলার হানুয়ার গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, এক বছর আগে জীবিকার তাগিদে পরিবারের ছোট ছেলে শাহানুর মালয়েশিয়া যান। তার পিতা সিদ্দিকুর রহমান দীর্ঘদিন ধরে মালয়েশিয়া রয়েছেন। পেনাং শহরে পিতার সঙ্গে শাহানুর রাজমিন্ত্রীর কাজ করতেন। গত ২২ নভেম্বর কাজ করার সময় দশতলা ভবন থেকে পড়ে নিহত হন শাহানুর। মালয়েশিয়া থেকে শুক্রবার সকালে দেশে পৌঁছায় শাহানুরের লাশ। শেষবারের মতো শাহানুরকে এক নজর দেখতে দূর-দূরান্ত থেকে আত্মীয়-স্বজন ছাড়াও পরিচিতজন ভিড় করে তার বাড়ি আর জানাজা’র মাঠে।
মন্তব্য করুন