টাঙ্গাইলের ঘাটাইলে ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। শুক্রবার (১৫ ডিসেম্বর) রাত ৭ টার দিকে আসারিয়া চালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন ঘাটাইল থানার ওসি মো. আবু ছালাম মিয়া। নিহত মহির উদ্দিন (৪৫) উপজেলার শহরগোপিনপুর এলাকার ফজর আলী আমিনের ছেলে।
পুলিশ জানায়, উপজেলার ধলাপাড়া আসারিয়া চালা থেকে সাগরদিঘী যাওয়ার সময় ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তিনি মুরগির খাবার সংগ্রহের জন্য সাগরদিঘী বাজারে যাওয়ার জন্য নিজ বাড়ি থেকে রওনা হন বলে জানান স্বজনরা।
ওসি মো. আবু ছালাম মিয়া জানান, এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
মন্তব্য করুন