১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে দেশের সর্বত্র অফিস আদালত, সরকারি-বেসরকারি স্থাপনা, বিভিন্ন দলীয় অফিসে জাতীয় পতাকা উত্তোলন করা হলেও দিনাজপুরের বিরামপুর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তার কার্যালয়ে উত্তোলন করা হয়নি জাতীয় পতাকা। বিষয়টি সাধারণ জনগণের নজরে এলে অনেকে ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। পরে প্রায় ৫ ঘণ্টা বিলম্বে জাতীয় পতাকা উত্তোলন করা হয় ওই কার্যালয়ে।
সরেজমিনে দেখা গেছে, শনিবার (১৬ ডিসেম্বর ২০২৩) সকাল ১০টা ৩০ মিনিটে কার্যালয়টি খোলা থাকলেও কার্যালয়ের সামনে উত্তোলন করা হয়নি জাতীয় পতাকা। বিষয়টি নিয়ে অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন।
এ বিষয়ে বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নুজহাত তাসনীম আওন কালবেলাকে বলেন, কেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তার কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়নি তা আমার জানা নেই।
বিরামপুর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা তাহেরা বেগম বলেন, বিজয় দিবসে আনসার মাঠে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে। সেহেতু আমার অফিসে জাতীয় পতাকা উত্তোলন প্রয়োজন মনে করি না।
এ বিষয়ে দিনাজপুর জেলা কমান্ড্যান্ট আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রধান কর্মকর্তা হাছান আলী জানান, আনসার মাঠে জাতীয় পতাকা উত্তোলন করা হলেও, ব্যক্তিগতভাবে আমাদের অফিসেও জাতীয় পতাকা উত্তোলন করতে হবে। আমি তাকে বিষয়টি অবগত করছি। ভবিষ্যতে যেন আর এ রকম না হয়।
মন্তব্য করুন