মহেশখালী উপজেলার মাতারবাড়িতে তীব্র শীতে আগুন পোহাতে গিয়ে জাহেরা বেগম (৪৮) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
শনিবার (১৬ ডিসেম্বর) সকাল ১১টায় ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত জাহেরা বেগম মাতারবাড়ির তিতামাঝি পাড়ার জামাল উদ্দিনের স্ত্রী।
বিষয়টি নিশ্চিত করেন স্থানীয় ইউপি চেয়ারম্যান আবু হায়দার।
জানা যায়, শুক্রবার (১৫ ডিসেম্বর) রাত আনুমানিক ২টার সময় তীব্র শীত থেকে বাঁচতে রান্নাঘরে চুলা থেকে আগুন বের করে পোহাতে থাকেন। এক পর্যায়ে অসাবধানতাবশত শাড়িতে আগুন ধরে গায়ে লেগে যায় তার। চিৎকার করলে তাকে উদ্ধার করে দ্রুত চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়। সেখানে চিকিৎসারত অবস্থায় আজ সকালে তার মৃত্যু হয়।
নিহতের স্বামী জামাল উদ্দিন বলেন, আগুন পোহাতে গিয়ে আমার স্ত্রীর শাড়িতে আগুন লাগে। আজ সকালে হাসপাতালে সে মারা যায়।
এ বিষয়ে মাতারবাড়ি পুলিশ ক্যাম্পের আইসি ইমরান হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আগুনে পুড়ে এক নারীর মৃত্যু হয়েছে। পরিবারের পক্ষ থেকে থানায় কোনো ধরনের অভিযোগ নেই।
মন্তব্য করুন