দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দ পেয়ে খুলনায় আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছে প্রার্থীরা। তবে প্রচারণার প্রথম দিনে নৌকা প্রতীক ছাড়া অন্য কোন দলের প্রার্থীদের প্রচারণা করতে দেখা যায়নি। সোমবার সকাল ১০টায় জেলা প্রশাসক ও রিটার্ণিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রতীক বরাদ্দ পেয়ে দুপুর থেকেই আনুষ্ঠানিক প্রচারণায় নেমে পড়েন প্রার্থীরা।
খুলনা ১ আসনের নৌকার প্রার্থী ননী গোপাল মন্ডল প্রচারণার প্রথম দিনে দাকোপ উপজেলার খুটিখালি বাজারে পথ সভার মাধ্যমে তার নির্বাচনী প্রচারনা শুরু করেন। উপজেলায় মোট প্রার্থী ৪ জন।
খুলনা-২ আসনের নৌকার প্রার্থী প্রধানমন্ত্রীর চাচাতো ভাই আসনের বর্তমান এমপি সেখ সালাউদ্দিন জুয়েল। প্রচারণার প্রথম দিনে খুলনা মহানগর আওয়ামী লীগের দলীয় কার্যালয়সহ আশে পাশের এলাকায় দুপুর থেকে জনসংযোগ ও লিফলেট বিতরণ করেন। আসনে মোট প্রার্থী ৭ জন। তবে নৌকা ছাড়া অন্য কোন দলের প্রার্থী প্রচারণা শুরু করেনি এখনো।
খুলনা-৩ আসনের নৌকার প্রার্থী আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল। শ্রম প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ানকে পেছনে পেলে এবার নৌকার মাঝি হন তিনি। প্রচারণার প্রথম দিনে নগরীর খালিশপুর থানাধীন সবুজসংঘ মাঠ সংলগ্ন মসজীদে জোহরের নামাজ পরে মুসল্লী ও এলাকাবাসীর সাথে মতবিনিময় এবং লিফলেট বিতরণ করেন। এয় আসনে মোট প্রার্থী ৩ জন। তবে নৌকা ছাড়া অন্য কোন দলের প্রার্থী প্রচারণা শুরু করেনি এখনো।
খুলনা-৪ আসনের নৌকার মাঝি হয়েছেন বর্তমান এমপি আব্দুস সালাম মুর্শেদী। এবারও নৌকা প্রতিক পেয়ে প্রথম দিনই প্রচারণায় নামেন তিনি। প্রথম দিনে পারিবারিক কবরস্থানে বাবার কবর জিয়ারত কওে প্রতিবেশিদেও সাথে মতবিনিময় ও লিফলেট বিতরণ করেন তিনি। এ আসনে মোট প্রার্থী ১২ জন। তবে নৌকা ছাড়া অন্য কোন দলের প্রার্থী প্রচারণা শুরু করেনি এখনো।
খুলনা-৫ আসনের নৌকার মাঝি হয়েছেন বর্তমান এমপি আব্দুস নারায়ন চন্দ্র চন্দ। এবারও নৌকা প্রতিক পেয়ে প্রথম দিনই প্রচারণায় নামেন তিনি। প্রথম দিনে ডুমুরিয়ায় নিজ এলাকা থেকেই প্রচারণা শুরু করেন তিনি। তবে নৌকা ছাড়া অন্য কোন দলের প্রার্থী প্রচারণা শুরু করেনি এখনো।
খুলনা-৬ আসনের নৌকার মাঝি হয়েছেন রশীদুজ্জামান। প্রথম বারের মত নৌকা প্রতিক পেয়ে প্রথম দিনই প্রচারণায় নামেন তিনি। প্রথম দিনে পাইকগাছায় নিজ এলাকা থেকেই প্রচারণা শুরু করেন তিনি। তবে নৌকা ছাড়া অন্য কোন দলের প্রার্থী প্রচারণা শুরু করেনি এখনো।
মন্তব্য করুন