সিরাজগঞ্জের তাড়াশে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদকসহ দুই বিএনপির নেতাকে নাশকতার মামলায় গ্রেপ্তার করেছেন তাড়াশ থানা পুলিশ। সোমবার (১৮ ডিসেম্বর) রাতে উপজেলার বারুহাস ইউনিয়ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, বারুহাস ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কেএম মনিরুজ্জামান মনি ও ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. আল-আমিন শেখ। তারা বারুহাস গ্রামের বাসিন্দা।
গ্রেপ্তারকৃতদের মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জ আদালতে পাঠানো হয়। বিষয়টি নিশ্চিত করে তাড়াশ থানার ওসি মো. নজরুল ইসলাম জানিয়েছেন, গ্রেপ্তারকৃতরা নাশকতার মামলার আসামি। অপরদিকে তাড়াশ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক আমিনুর রহমান টুটুল দাবি করেন, গ্রেপ্তারকৃত বিএনপির দুই নেতাকে গায়েবি মামলায় হয়রানি করা হচ্ছে।
মন্তব্য করুন