চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদের নেতৃত্বে মহান বিজয় দিবস উপলক্ষে তিন শতাধিক যানবাহনসহকারে বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দুপুর ১টার দিকে চন্দ্রঘোনা লিচুবাগান থেকে র্যালিটি শুরু হয়ে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের অন্তত ২০ কিলোমিটার এলাকা প্রদক্ষিণ করে তাপবিদ্যুৎ গেট এলাকায় এসে শেষ হয়েছে।
এর আগে গত সোমবার রাঙ্গুনিয়ায় ডিঙ্গি নৌকায় নদী পেরিয়ে ও সড়কে বাইসাইকেল চালিয়ে ব্যতিক্রমী প্রচারের পর এবার অনুষ্ঠিত এই বিজয় র্যালিতে যোগ দিতে সকাল থেকেই রাঙ্গুনিয়ার প্রতিটি ইউনিয়ন থেকে নেতাকর্মীরা বিভিন্ন যানবাহনে করে লিচুবাগান এলাকায় সমবেত হয়েছেন।
পথসভায় তথ্যমন্ত্রী বলেন, আজ সমগ্র বাংলাদেশে নির্বাচনের ঢেউ শুরু হয়ে গেছে। সমস্ত বাংলাদেশে আজ সাধারণ মানুষ নির্বাচনমুখী। এই নির্বাচনের ঢেউ এবং নির্বাচন নিয়ে সমগ্র বাংলাদেশের মানুষের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে। যারা নির্বাচন বর্জন করেছে, নির্বাচন প্রতিহত করতে চাই তাদের মুখে চপেটাঘাত হয়েছে এটি। সাত তারিখ সাধারণ মানুষ, লাখ লাখ মানুষ এই রাঙ্গুনিয়া-বোয়ালখালির নির্বাচনী অংশে এবং দেশের প্রত্যেকটি নির্বাচনী এলাকায় ভোট দিয়ে তাদের মুখে কালিমা লেপন করে দেবে। সাধারণ মানুষ ভোট দিয়ে যারা ভোট বর্জনের কথা বলেছে তাদের মুখে কালিমা লেপন করে দেবে। সমগ্র বাংলাদেশ তথা রাঙ্গুনিয়ায় ইনশাআল্লাহ নৌকা মার্কার বিজয় হবে।
এ সময় উপস্থিত ছিলেন, নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও উপজেলা চেয়ারম্যান স্বজন কুমার তালুকদার, উত্তর জেলা আওয়ামী লীগ নেতা আবুল কাশেম চিশতি, মো. শাহজাহান সিকদার, কামরুল ইসলাম চৌধুরী, নজরুল ইসলাম তালুকদার, মুহাম্মদ আলী শাহ, ইফতেখার হোসেন বাবুল, মো. ইদ্রিস আজগর, আকতার হোসেন খান, আবদুল মোনাফ সিকদার, নির্বাচনী পরিচালনা কমিটির সচিব ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার, জাহেদুল আলম চৌধুরী আইয়ুব প্রমুখ।
মন্তব্য করুন