আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন সাবেক সংসদ সদস্য তালুকদার মো. তৌহিদ জং মুরাদ। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সকালে তিনি ঢাকার মিরপুর থেকে বিশাল গাড়িবহর নিয়ে সাভারের শিমুলতলায় নিজ রাজনৈতিক কার্যালয়ে আসেন। এ সময় সেখানে সাভার ও আশুলিয়ার হাজারো নেতাকর্মীর ঢল নামে। প্রায় দশ বছর পর সাবেক সংসদ সদস্য মুরাদ জংকে কাছে পেয়ে স্থানীয় নেতাকর্মীদের উচ্ছ্বাস দেখা যায়।
বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা মোটর শোভাযাত্রা, পিক আপ ও ট্রাকে করে সেখানে উপস্থিত হয়। এদের মধ্যে আওয়ামী লীগের অনেক নেতৃস্থানীয় নেতাদেরও দেখা যায়। তা দের মধ্যে রয়েছেন সাভার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান সোহেল রানা, আশুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান শাহাবুদ্দিন ও বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্যরা।
এ সময় তালুকদার তৌহিদ জং মুরাদ উপস্থিত সবার উদ্দেশ্যে বলেন, আমি আবারো আপনাদের মাঝে এসেছি, আমার বিশ্বাস আপনারা আমাকে আবারো সেই ২০০৮ এর মতো সর্বোচ্চ ভোটে বিজয়ী করে সংসদে পাঠাবেন। আমি যখন এমপি ছিলাম তখনকার সাভার আর এখনের সাভারের মধ্যে অনেক পার্থক্য। এখন সাভারের প্রতিটি এলাকায় চরম বৈষম্য আমি আবার ক্ষমতায় এলে এ বৈষম্য নিরসনে কাজ করব। মুরাদ জং তার বক্তব্যে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঈগল প্রতীককেও শেখ হাসিনার প্রতীক বলে উল্লেখ করেন। ঈগল মার্কা বিজয়ী হলে তিনি জয়ের মালা শেখ হাসিনাকেই উপহার দিবেন বলেও মন্তব্য করেন।
তিনি আরো বলেন, আমি আপনাদেরই সন্তান আমি আবার আপনাদের কাছে ফিরে এসেছি, আপনারা আমাকে খালি হাতে ফিরিয়ে দিবেন না। আপনারা সবাই মিলে আমার নির্বাচনটা করে দেন। আমি আবার আপনাদের প্রাপ্য সম্মানটুকু ফিরিয়ে দিতে চাই, যেটি থেকে গত দশ বছর আপনারা বঞ্চিত। আজকে আপনাদের গণজোয়ার দেখে সবাই বুঝে গেছে সাভার এবং আশুলিয়ায় মুরাদ জং এখনো ফুরিয়ে যায়নি। আপনারা আবারো প্রমাণ করলেন আপনারা আমাকে কতটা ভালোবাসেন। আর এই ভালোবাসার প্রতিফলন দেখা যাবে আগামী ৭ জানুয়ারির ব্যালট পেপারে।
এ দিকে নেতাকর্মীদের উপচে পড়া ভিড়ে সাভারের ঢাকা-আরিচা মহাসড়কের কয়েকটি পয়েন্টে প্রায় ৮ কিলোমিটারে যানজটের সৃষ্টি হয়। পরে সাভার মডেল থানা পুলিশ নেতাকর্মীদের বুঝিয়ে সড়কের পাশে সরিয়ে দেয়ার চেষ্টা করেন।
মন্তব্য করুন