মুন্সীগঞ্জ-৩ আসনের আধারায় পোস্টার লাগানোকে কেন্দ্র করে নৌকা প্রতীকের সমর্থক সামাদ মোল্লা (৩৫) নামের এক কর্মীকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষ স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে আধারা ইউনিয়নের রাঢ়িপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহত সামাদকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে আধারা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সহসভাপতি ও স্থানীয় মাহমুদ মোল্লার ছেলে।
স্থানীয় ও আহতের স্বজনরা জানান, বৃহস্পতিবার বিকেলে সামাদ রাঢ়িপাড়া এলাকায় মুন্সীগঞ্জ-৩ আসনের নৌকার প্রার্থী মৃণাল কান্তি দাসের পোস্টার লাগাচ্ছিল। এ সময় একই আসনের কাঁচি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ ফয়সাল বিপ্লবের সমর্থক ফাহাদ-বাদশাসহ কয়েকজন তার ওপর হামলা চালায়। এ সময় তাকে মারধর ও ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়। পরে স্থানীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি সুরুজ মিয়ার নির্দেশেই এ হামলার ঘটনা বলে জানিয়েছে আহত সামাদ। সামাদ জানান, আমি পোস্টার লাগচ্ছিলাম। এ সময় সময় ফাহাদ, বাদশাসহ কয়েকজন এসে এলাকায় কোনো নৌকা থাকবে না বলেই মারধর করে। পরে পেছন থেকে চাপাতি, কাঁচি দিয়ে কুপানো হয়।
এ ঘটনায় সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি সুরুজ মিয়ার মুঠোফোনে একাধিকবার কল দেওয়া হলে কেটে দেন তিনি।
এ বিষয়ে সদর থানার ওসি মো. আমিনুল ইসলাম জানান, ঘটনার পর হাসপাতালে আহতের কাছে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে যথাযথা ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন