রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় রনি হোসেন (৩৫) নামে এক যুবদল নেতা নিহত হয়েছেন। শুক্রবার (২২ ডিসেম্বর) বিকেলে নগরীর উপকণ্ঠ খড়খড়ি বাইপাস এলাকার বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত রনি রাজশাহী জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন। তিনি নগরীর টিকাপাড়া এলাকার বাসিন্দা।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন নগরীর চন্দ্রিমা থানার ওসি মাহাবুবুল আলম। তিনি জানান, যুবদল নেতা রনি নগরীর আমচত্বর থেকে মোটরসাইকেলে খড়খড়ি এলাকার দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তার মোটরসাইকেলে ধাক্কা দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। ফলে ঘটনাস্থলেই রনি মৃত্যুবরণ করেন।
ওসি আরও জানান, রনির মরদেহ উদ্ধার করে রাজশাহী মেডিকেলে কলেজের মর্গে পাঠানো হয়েছে। ট্রাকের চালককে আটক করার চেষ্টা করা হচ্ছে। এ ঘটনায় নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।
মন্তব্য করুন