বসতবাড়িতে আগুন দেখে প্রাণ বাঁচাতে পালিয়ে যান সবাই। কিন্তু পালাতে পারেননি প্যারালাইজড বৃদ্ধা জাকিয়া খাতুন (৬৫)। পুড়ে ছাই হয়ে মারা গেছেন তিনি।
শুক্রবার (২২ ডিসেম্বর) ভোরে ফেনীর দাগনভূঞা উপজেলার পূর্ব চন্দ্রপুর মডেল ইউনিয়নের নয়ানপুর গ্রামের দেওয়ান আলীর বাড়ির রমজান আলীর ঘরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
বাড়ির লোকজন জানান, ভোরে ফজরের নামাজের জন্য উঠলে ঘরে আগুন দেখতে পান। পরে চিৎকার দিয়ে বাড়ির লোকদের ডাকতে থাকেন। মসজিদের মাইকে ঘোষণা দিলে লোকজন উপস্থিত হয়ে পুকুর থেকে পানি এনে আগুন নেভানোর চেষ্টা করেন। ততক্ষণে আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। ৯৯৯ নম্বরে কল দিলে ফায়ার সার্ভিস এসে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
নোয়াখালীর সেনবাগ ফায়ার সার্ভিসের একট ও ফেনী ফায়ার সার্ভিসের একটি ইউনিট যৌথভাবে আগুন নেভায়। আগুনে বসতঘর, রান্নাঘর ও গোয়ালঘর সম্পূর্ণ পুড়ে গেছে। আগুন নিয়ন্ত্রণের পর দেখা যায়, পুড়ে বিছানায় অঙ্গার হয়ে মারা গেছেন বৃদ্ধা জাকিয়া খাতুন।
স্থানীয় ইউপি সদস্য নুরুল আহাদ স্বপন জানান, শুক্রবার ভোররাতে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। এ সময় ঘরে কোনো পুরুষ ছিল না। মরহুমা দীর্ঘদিন যাবত প্যারালাইজড রোগী ছিলেন। আগুনের তীব্রতায় তিনি বের হতে না পেরে ওখানেই মৃত্যুবরণ করেন। এলাকাবাসীসহ ফায়ার সার্ভিসের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। না হলে আরও বড় ধরনের ক্ষতির আশঙ্কা ছিল।
এ বিষয়ে জানতে চাইলে দাগনভূঞা থানার ওসি তদন্ত রাসেল মিয়া জানান, এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
মন্তব্য করুন