কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে ফের গুলির ঘটনা ঘটছে। গুলিতে মোহাম্মদ আইয়ুব নামের এক রোহিঙ্গা যুবক খুন হয়েছে। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উখিয়া উপজেলার জামতলী ১৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ই-৬ ব্লকের স্থানীয় একটি দোকানের সামনে এ ঘটনা ঘটে।
নিহত আইয়ুব উপজেলার জামতলী ১৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ই-৬ ব্লকের মোহাম্মদ সাদিকের ছেলে। উখিয়া থানার ওসি মো. শামীম হোসেন বিষয়টি নিশ্চিত করছেন।
রোহিঙ্গাদের বরাত দিয়ে ওসি মো. শামীম হোসেন জানান, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় উখিয়া উপজেলার জামতলী ১৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ই-৬ ব্লকের স্থানীয় একটি দোকানে মোহাম্মদ আইয়ুবসহ কয়েকজন আড্ডা দিচ্ছিলেন। এ সময় অজ্ঞাতনামা ১০-১২ জনের একদল দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে পরপর গুলি ছোড়ে। এতে তিনি লুটিয়ে পড়লে দুর্বৃত্তরা ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনায় আরও দুই রোহিঙ্গা আহত হলেও তাদের নাম ও পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এর আগে ভোরে এক রোহিঙ্গা নেতাসহ ২ জনকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।
মন্তব্য করুন