সর্বাত্মক অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে জয়পুরহাটের ক্ষেতলালবাসীকে ভোট বর্জনের আহ্বান জানিয়ে লিফলেট বিতরণ করেছেন উপজেলা বিএনপির নেতাকর্মীরা। শুক্রবার (২২ ডিসেম্বর) বিকেল থেকে রাত পর্যন্ত উপজেলার ইটাখোলা হাটবাজারসহ পৌর সদরের গুরুত্বপূর্ণ এলাকায় বিএনপির উপজেলা, পৌর ও ইউনিয়নের নেতারা লিফলেট বিতরণ করেন।
এ সময় উপজেলা বিএনপির সভাপতি খালেদুল মাসুদ আঞ্জুমান কালবেলাকে বলেন, যে নির্বাচন হচ্ছে তা পাতানো নির্বাচন, বিরোধীদল খোঁজার নির্বাচন। এ নির্বাচন থেকে মানুষকে বিরত রাখার জন্য আমরা লিফলেট বিতরণ করছি। মানুষের খুব ভালো সাড়া পেয়েছি। মানুষ এ ভোট নিয়ে তেমন আগ্রহী নয়।
এ সময় উপস্থিত ছিলেন ক্ষেতলাল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, সাবেক ছাত্রনেতা আব্বাস আলী, কৃষক দলের আহ্বায়ক জাকির হোসেন তালুকদার, যুবনেতা শাহান, নয়ন হোসেন ,আলিম মাস্টার, মামুন ইসলাম, সাইফুল ইসলাম, শাকিল তালুকদার, মোফাজ্জল হোসেন, ছাত্রদলের আহ্বায়ক এম এ হাসান, ছাত্রদলের সদস্যসচিব রাশেদ, বড়তারা ইউনিয়ন বিএনপিনেতা জাহাঙ্গীর হোসেন প্রমুখ।
মন্তব্য করুন