ভোট যত ঘনিয়ে আসছে তত আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ড. মো. আব্দুস শহীদের নির্বাচনী প্রচারে জনসমাগম বাড়ছে। প্রচারপত্র বিতরণ, গণসংযোগ, উঠান বৈঠকে নেতাকর্মীদের উপস্থিতি চোখে পড়ার মতো। কমলগঞ্জ-শ্রীমঙ্গল দুই উপজেলা নিয়ে মৌলভীবাজার-৪ আসন। গত দুই দিন বিভিন্ন এলাকা ঘুরে এ চিত্র দেখা গেছে।
এ আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন নির্বাচন কমিশনে নিবন্ধিত তিনটি রাজনৈতিক দলের মনোনীত তিন প্রার্থী। তারা হলেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ছয়বারের সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত আব্দুল মোহিত হাসানি ও ইসলামী ঐক্যজোটের মনোনীত মো. আনোয়ার হোসাইন।
কমলগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের দুই বারের চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের যুগ্না সাধারণ সম্পাদক মো. আব্দুল হান্নান বলেন, ‘প্রতীক বরাদ্দের পর থেকে নির্বাচনী এলাকায় প্রতিদিন গণসংযোগ, পথসভাসহ বিভিন্নভাবে প্রচার চালাচ্ছি। বিজয় নিশ্চিত করার লক্ষ্যে নৌকার সমর্থনে উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী সংঘঠনের নেতারা মাঠে নেমেছেন।’
কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আছলম ইকবাল মিলন বলেন, এবারের নির্বাচনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কেন্দ্রে ভোটার উপস্থিতি বাড়ানো। মৌলভীবাজারের অন্যতম গুরুত্বপূর্ণ এই আসন। আমরা চেষ্টা করব এ আসনে সবচেয়ে বেশি ভোট যেন পাই। এ জন্য সর্বাত্মক চেষ্টা করছি।
মন্তব্য করুন