চুয়াডাঙ্গা সদরের আলোকদিয়া ইউনিয়ন এলাকায় স্বতন্ত্র ঈগল প্রতীকের প্রার্থী দিলীপ কুমার আগরওয়ালের প্রতিনিধিকে দুই হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। নির্বাচনী আইন অমান্য করে পাঁচটির বেশি নির্বাচনী ক্যাম্প স্থাপন করায় এ জরিমানা গুণতে হয়। শুক্রবার (২২ ডিসেম্বর) রাতে চুয়াডাঙ্গা আলোকদিয়া বঙ্গজপাড়া এলাকায় ঈগল প্রতীকের নির্বাচনী ক্যাম্পের প্রতিনিধিকে এ জরিমানা করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাজ্জাদ হোসেন।
চুয়াডাঙ্গা সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাজ্জাদ হোসেন জানান, চুয়াডাঙ্গা-১ আসনের ঈগল প্রতীকের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী দিলীপ কুমার আগরওয়াল সদর উপজেলার আলোকদিয়া ইউনিয়ানে পাঁচটির বেশি নির্বাচনী ক্যাম্প স্থাপন করেন। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে বেশি ক্যাম্প স্থাপন করায় আলোকদিয়া বঙ্গজপাড়ার ক্যাম্পের প্রতিনিধিকে দুই হাজার টাকা জরিমানা করা হয়। আচরণবিধি মেনে চলতে সতর্ক করা হয়।
মন্তব্য করুন