বরিশাল ব্যুরো
প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৩, ১০:১৬ এএম
আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৩, ১০:৫৭ এএম
অনলাইন সংস্করণ

সিইসির কাছে ‘প্রচারে বাধার’ প্রতিকার চাইলেন ৩ স্বতন্ত্র প্রার্থী

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল ৫ ও ৬ নম্বর সংসদীয় আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়নবঞ্চিত স্বতন্ত্র প্রার্থীদের প্রচারে বাধা ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে নৌকার প্রার্থীদের বিরুদ্ধে। এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দেওয়ার পাশাপাশি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালকেও জানিয়েছেন ভুক্তভোগীরা। শনিবার (২৩ ডিসেম্বর) স্বতন্ত্র প্রার্থীরা সিইসির কাছে এ অভিযোগ করেন।

ভুক্তভোগীরা হলেন বরিশাল-৬ আসনের আওয়ামী লীগের দলীয় মনোনয়নবঞ্চিত প্রার্থী মোহাম্মদ শামসুল আলম চুন্নু। তিনি ট্রাক প্রতীক নিয়ে নির্বাচনের মাঠে নেমেছেন। অপর প্রার্থী মো. শাহবাজ মিঞা শোভনের প্রতীক ঈগল। বরিশাল-৫ আসনের ভুক্তভোগী প্রার্থী হলেন সালাউদ্দিন রিপন। তার প্রতীক ট্রাক।

মোহাম্মদ শামসুল আলম চুন্নু বলেন, আমাদের আসনে নৌকার প্রার্থী হাফিজ মল্লিক। তিনি আমাদের বিভিন্নভাবে হুমকি-ধমকি দিচ্ছেন। সম্প্রতি তিনি বলেছেন, যারা নৌকায় ভোট দেবে না, তাদের এলাকা ছেড়ে আত্মীয়স্বজনের বাড়ি থেকে বেরিয়ে আসতে। আমার প্রতীক ট্রাকের পক্ষে মাইকিং করতেও নিষেধ করা হচ্ছে। নৌকার প্রার্থীর সঙ্গে যারা মিছিলে যাচ্ছেন তারা আমাকে ও আমার সমর্থকদের উদ্দেশ করে অশালীন বক্তব্য-স্লোগান দিচ্ছেন। আবার ২৯ ডিসেম্বরের পরে মাঠে নৌকার বাইরে আর কোনো প্রার্থী মাঠে থাকবে না বলে প্রচার করছেন। প্রধান নির্বাচন কমিশনারের সামনে রিটার্নিং কর্মকর্তার উপস্থিতিতে আমরা বিষয়গুলো তুলে ধরেছি। সিইসি তিনি লিখিত আকারে রিটার্নিং কর্মকর্তার কাছে দিতে বলেছেন, আমরা সেই অনুযায়ী কাজও করছি।

অপর প্রার্থী মো. শাহবাজ মিঞা শোভন অভিযোগ করেছেন, গত ২০ ডিসেম্বর সন্ধ্যায় নৌকার সমর্থকরা আমার ও আমার কর্মীদের ওপর অতর্কিত হামলা চালায়। এরপর থেকে আমি ও আমাকে সমর্থনকারীরা নিরাপত্তাহীনতায় ভুগছি। রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেওয়ার পাশাপাশি প্রধান নির্বাচন কমিশনারের কাছে সমস্যার কথা তুলে ধরেছি। তারা কী ব্যবস্থা নেবেন, সেটি দেখার অপেক্ষায় আছি।

বরিশাল-৫ (সদর) আসনের স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন রিপন বলেছেন, তার কর্মীদের মারধর-হুমকি ও নারী সমর্থকের দোকান বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে। আমার প্রচারে বাধা, পোস্টার ছিঁড়ে ফেলা, কর্মীদের মারধর ও হুমকি দিচ্ছে সরকারি দলের প্রার্থীর সমর্থকরা। আমি নির্বাচন কর্মকর্তাদের বিষয়গুলো বলেছি। প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনের সচিবের কথায় আমি আশ্বস্ত। রিটার্নিং কর্মকর্তার কাছে নৌকার প্রার্থীর কর্মী সমর্থকদের বিরুদ্ধে অভিযোগ দেওয়া হয়েছে।

অভিযোগগুলোর বিষয়ে লিখিত আকারে পেলে তদন্ত করে নিয়মানুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা মো. শহীদুল ইসলাম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের লক্ষ্যে কাজ করছে সরকার’

হংকংয়ে আবাসিক কমপ্লেক্সের আগুন এখনো নেভেনি, গ্রেপ্তার ৩

ফ্র্যাঞ্চাইজিরা টাকা না দিলে যে ব্যবস্থা নেবে বিসিবি

‘৯’, ‘২৪’, ‘১০০০’: তারকাদের ছবির ওপর এই সংখ্যার রহস্য কী?

সেনাবাহিনীর অভিযানে নকল সার ও বিষাক্ত রাসায়নিক দ্রব্য জব্দ 

কথা বলতে পারছেন ইলিয়াস কাঞ্চন, জানালেন শারীরিক অবস্থার সর্বশেষ

তরুণ রক্তে কি মিলবে বয়স কমার সূত্র, নতুন গবেষণা যা বলছে

বিশ্ববিদ্যালয় ছাত্রীকে উত্ত্যক্তের ঘটনায় মামলা, অভিযুক্ত গ্রেপ্তার

বিপিএল: তারকা অলরাউন্ডারকে দলে ভিড়িয়ে সিলেটের বড় চমক

‘মালের গাড়ি এসেছে’ বলে ডেকে নিয়ে ধর্ষণ, মিলল চাঞ্চল্যকর তথ্য

১০

সালমান খানের প্রেমে পড়েছিলেন সুস্মিতা

১১

রিয়াল মাদ্রিদের কষ্টার্জিত জয়ের দিন বিধ্বস্ত লিভারপুল

১২

স্বর্ণ কিনবেন, জেনে নিন আজকের বাজারদর

১৩

শীতকালে ফ্রিজের তাপমাত্রা কত রাখবেন?

১৪

মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল টেকনাফ

১৫

কাঁপছে তেঁতুলিয়া, তাপমাত্রা ১৩ ডিগ্রিতে

১৬

আজ ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৭

কৃষকের ছদ্মবেশে দুই ডাকাতকে ধরল পুলিশ

১৮

সিএলএম বিভাগে চাকরি দিচ্ছে বিকাশ

১৯

ঢাকায় তাপমাত্রা নেমে ১৭ ডিগ্রি, বাড়ছে শীতের অনুভূতি

২০
X