বিএনপির ডাকে দেশব্যাপী চলমান অবরোধের সমর্থনে ঝিনাইদহে জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাসের নেতৃত্বে মিছিল ও পিকেটিং করেছেন নেতাকর্মীরা।
রোববার (২৪ ডিসেম্বর) সকাল ৮টার দিকে ঝিনাইদহের আরাপপুর বাসস্ট্যান্ড সংলগ্ন রাবেয়া ক্লিনিকের সামনে থেকে মিছিল শুরু করেন জেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এরপর কিছু সময়ের জন্য কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়ক অবরোধ করেন তারা। এরপর মিছিলটি ঝিনাইদহ ক্যাডেট কলেজের দিকে এগোতে থাকলে বাগমারা ব্রিজের কাছে গিয়ে পুলিশের বাধার মুখে পড়ে।
মিছিলে আরও উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মানিক, জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শফি বিশ্বাস, জেলা তাঁতী দলের সাধারণ সম্পাদক সেলিম শেখসহ অঙ্গসংগঠনের নেতারা।
মন্তব্য করুন