নির্বাচনী প্রচারণাকালে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের আলোচিত প্রার্থী আশরাফুল ইসলাম আলম ওরফে হিরো আলমের ওপরে আবারো হামলার ঘটনা ঘটেছে।
রোববার (২৪ ডিসেম্বর) সন্ধ্যার পর কাহালু বাজারের খাদ্যগুদাম এলাকায় এ হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন হিরো আলম। বাংলাদেশ কংগ্রেস দলের প্রার্থী হিরো আলমের প্রচারণাকালে হামলার ঘটনায় এক কর্মী আহত হয়েছে।
হিরো আলম অভিযোগ করেন, রোববার বিকেলে কাহালু উপজেলার পাঁচপীর এলাকায় প্রচারণা শেষে তিনি তার কর্মীদের নিয়ে কাহালু বাজারে প্রচার চালাতে গেলে খাদ্যগুদাম এলাকায় তাদের বাধা প্রদান করা হয়। কয়েকজন লোক তাদের প্রচার চালাতে বাধা প্রদান করে বলে- নির্বাচন নিয়ে ব্যবসা করতে এসেছে। এ সময় হঠাৎ করেই তাদের ওপরে আক্রমণ করা হয়। তাদের সাথে থাকা পুলিশ সদস্যরা তখন চা-নাস্তার জন্য একটু দূরে ছিলেন। এই সুযোগকে কাজে লাগিয়েই হামলার ঘটনা ঘটে। হামলায় তাঁতী লীগ নেতা সোহাগ, রমজান ও কলেজ ছাত্রলীগের কয়েকজন নেতা হামলায় জড়িত বলেও অভিযোগ করেন তিনি।
তার জনপ্রিয়তায় ঈর্ষাকাতর হয়ে হামলা চালানো হচ্ছে উল্লেখ করে হিরো আলম বলেন, হামলাকালে সেখানে এক স্বতন্ত্র প্রার্থীর কয়েকজন কর্মীও উপস্থিত ছিলেন। তিনি কোনোভাবেই ভোটের মাঠ ছাড়বেন না উল্লেখ করে বলেন, হিরো আলমকে নির্বাচনের মাঠ থেকে বের করে দিয়ে ফাঁকা মাঠে গোল দেওয়ার কোনো সুযোগ দেওয়া হবে না।
এ বিষয়ে কাহালু থানার ওসি সেলিম রেজার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, হিরো আলমের উপরে হামলার বিষয়টি তিনি শুনেছেন। কিন্তু কোনো অভিযোগ এখনও তিনি পাননি । অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন