হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৩, ০৩:২২ পিএম
অনলাইন সংস্করণ

লালমনিরহাটে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের ওপর হামলা, আহত ১০

স্বতন্ত্র প্রার্থী সিরাজুল হক আহত সমর্থকদের হাসপাতালে দেখতে যান। ছবি : কালবেলা
স্বতন্ত্র প্রার্থী সিরাজুল হক আহত সমর্থকদের হাসপাতালে দেখতে যান। ছবি : কালবেলা

লালমনিরহাট-১ (হাতীবান্ধা-পাটগ্রাম) আসনের স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমানের (ঈগল পাখি প্রতীক) সমর্থকদের ওপর হামলা ও নির্বাচনী অফিস ভাঙচুরের ঘটনা ঘটছে। এতে ১০ জন আহত হয়। আহতদের হাতীবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। রোববার (২৪ ডিসেম্বর) রাত ৮টায় ওই উপজেলার দোয়ানী সাধুরবাজার ও মিলন বাজার এলাকায় এ হামলার ঘটনা ঘটে। আহতরা হলেন সাজ্জাদ হোসেন (২১), মনির (২০), বাদল মিয়া (৩৮), রমজান আলী (৩২), আল আমিন (১৮), বিপ্লব হোসেন (১৯), অর্নব (২৪), মাছুম হোসেন (২৮) ও পাটগ্রাম উপজেলার যুবলীগের ক্রীড়া সম্পাদক রাসেল (৩০) আহত হন। প্রত্যক্ষদর্শীরা জানান, হাতীবান্ধা উপজেলার গুড্ডিমারী ইউনিয়নের দোয়ানি সাধুর বাজার এলাকায় রাত ৮টার সময় স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমানের পক্ষে ঈগল মার্কার সমর্থকরা একটি মিছিল বের করলে নৌকার সমর্থকরা হামলা চালান। এরপর ঈগল পাখি প্রতীকের নির্বাচনী অফিস ভাঙচুর করে। পরে একই উপজেলার মিলন বাজার এলাকায় স্বতন্ত্র প্রার্থীর ঈগল প্রতীকের অফিস ভাঙচুর করে ঈগল মার্কার সমর্থকদের মারপিট করার অভিযোগ ওঠে। এতে ঈগল মার্কার ৮ জন সমর্থক আহত হয়। আহতদের হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এর আগে পাটগ্রাম উপজেলা যুবলীগের ক্রীড়া সম্পাদক ও স্বতন্ত্র প্রার্থী ঈগল পাখি মার্কার সমর্থক রাসেলকে (৩০) নৌকার সমর্থকরা মারধর করে। এতে গুরুতর আহত অবস্থায় তাকেও পাটগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে লালমনিরহাট-১ (হাতীবান্ধা-পাটগ্রাম) আসনের স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান প্রধান বলেন, ঈগল পাখি মার্কার জনপ্রিয়তা দেখে আমাদের নির্বাচনী অফিস ভাঙচুর এবং আমাদের সমর্থকদের মারধর করছেন নৌকা প্রার্থীর সমর্থকরা। এ বিষয়ে আমরা অবশ্যই আইনগত ব্যবস্থা গ্রহণ করব।

এ বিষয়ে হাতীবান্ধা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও গড্ডিমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক শ্যামলের মোবাইলে একাধিকবার ফোন করেও ফোন রিসিভ হয়নি।

হাতীবান্ধা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার আনোয়ারুল হক বলেন, আহত আটজনকে স্বাস্থ্য কমপ্লেক্সের ভর্তি করে চিকিৎসা প্রদান করা হচ্ছে। এ বিষয়ে হাতীবান্ধা থানার ওসি সাইফুল ইসলাম বলেন, অনাকাঙ্ক্ষিতভাবে একটি মিছিল-পূর্ববর্তী মিছিলে হাতাহাতি ও কিছু পোস্টার ছিঁড়ে ফেলে। পরে ঘটনাস্থলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আমি উপস্থিত হই। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় অভিযোগ দিলে প্রয়োজনে ব্যবস্থা নেওয়া হবে।

এ দিকে লালমনিরহাট-২ আসন (আদিতমারী ও কালীগঞ্জ) নৌকা প্রার্থীর সমর্থকরা স্বতন্ত্র প্রার্থীর ঈগল পাখি মার্কার সমর্থক শারীরিক প্রতিবন্ধী সুলতান মিয়াকে (৬০) মারধর করে। রোববার সন্ধ্যায় আদিতমারী কমলাবাড়ী ইউনিয়নের চরিতাবাড়ী বাজারে নৌকা সমর্থক ভুট্টু মিয়া (৪০) তার ওপর হামলা চালায়। পরে স্থানীয়রা সুলতানকে আদিতমারী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

ওই রাতে স্বাস্থ্য কমপ্লেক্সে স্বতন্ত্র প্রার্থী সিরাজুল হক আহত সমর্থককে দেখতে এসে বলেন, ঈগল পাখি মার্কার জনপ্রিয়তা দেখে তারা এখন ভয় পাচ্ছে। এ বিষয়ে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিন মিষ্টি আলু হটাবে ক্যানসার-ডায়াবেটিস

ড. ইউনূস পদত্যাগ করলে বিকল্প খুঁজে নেবে জাতি : সালাহউদ্দিন আহমেদ

ছিনতাইয়ের শিকার আন্তর্জাতিক ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফার হৃদয়

বৃষ্টির সময় টিনের ঘর বিদ্যুতায়িত হয়ে ২ জনের মৃত্যু

হিন্দু যুগলের বিয়ের অনুষ্ঠানে পাশে দাঁড়াল মুসলিম পরিবার

জটিলতা সৃষ্টি করে মান-অভিমান, এটা গ্রহণযোগ্য কাজ না : আনু মুহাম্মদ

এক মাস ধরে নিখোঁজ ৭০ বছরের বৃদ্ধা, দুশ্চিন্তায় পরিবার

আমুর খালাতো ভাই রাহাত কারাগারে  

কবে ঈদুল আজহার চাঁদ দেখা যাবে জানাল আমিরাত

বাস নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা, নিহত ২

১০

বাংলাদেশের অর্থনীতি বড় ধাক্কার মুখোমুখি : জাতিসংঘ

১১

জুমার নামাজের সময় গৃহবধূকে বেঁধে স্বর্ণালংকার লুট, নারীসহ আটক ২ 

১২

বিজাতীয় সংস্কৃতিকে ছুড়ে ফেলে সুস্থ সাংস্কৃতিক চর্চা করতে হবে : কাদের গনি চৌধুরী

১৩

ক্ষুদে বিজ্ঞানীদের উৎসাহ দিলেন জুবাইদা রহমান

১৪

ডিজে বাজিয়ে, গাড়ি-বাইক নিয়ে ‘গণধর্ষকদের’ শোভাযাত্রা

১৫

ভৈরবে প্রস্তুত ৪০ হাজার কোরবানির পশু

১৬

হেফাজত নেতা মাওলানা ওমর ফারুক মারা গেছেন

১৭

পরকীয়া প্রেমিককে কুপিয়ে হত্যা করল স্বামী

১৮

ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ বাঁকে হামজা

১৯

বিএনপির প্রতি সারজিসের আহ্বান

২০
X