ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাতকে গ্রেপ্তার করেছে সরাইল থানার পুলিশ।
রোববার (২৪ ডিসেম্বর) রাত সাড়ে ৯টায় উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম কুট্টাপাড়া সাকিনস্থ হাজি মেসার্স জিন্নাত খন্দকার অটোরাইস মিলের মূল ফটকের সামনে ঢাকা-সিলেট মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলো- মো. জাকির মিয়া (৩৪), মো. ছাদেক আহম্মেদ (৩০), মো. জহিরুল ইসলাম (২৮), মো. আকাশ মিয়া (২২) ও মো. শওকত আলী (৩০)।
সরাইল থানার ওসি মো. এমরানুল ইসলাম জানান, গ্রেপ্তার ডাকাতরা ঢাকা-সিলেট মহাসড়কের উল্লিখিত এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। এ ছাড়া আসামিদের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তারদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন