ময়মনসিংহের নান্দাইলে যাত্রীবাহী বাস ও কাভার্ডভ্যানের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ২০ জন আহত হয়েছে। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সকাল ১১টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের পালাহার আমলীতলা নামক স্থানে এ সড়ক দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সিলেটগামী শামীম এন্টারপ্রাইজের যাত্রীবাহী বাসটির সঙ্গে বিপরীত দিকে থেকে আসা ময়মনসিংহগামী কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। .
প্রত্যক্ষদর্শীরা জানায়, যাত্রীবাহী বাসটি ওভারটেক করতে গিয়ে কাভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের এ ঘটনা ঘটে। এ সময় অজ্ঞাতনামা কাভার্ডভ্যান চালক গুরুতর আহতসহ ২০ জন বাসযাত্রী আহত হন। বাসচালক কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
দুর্ঘটনার খবর পেয়ে নান্দাইল ফায়ার সার্ভিসের একটি টিম আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
মন্তব্য করুন