বাগেরহাটের মোংলা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে নৌকা প্রতীকের এক সমর্থকের ওপর হামলার অভিযোগ উঠেছে। স্বতন্ত্র প্রার্থীর কয়েকজন কর্মী এ হামলা করেন বলে শোনা যাচ্ছে। আহত শেখ সাদী সুন্দরবন ইউনিয়ন যুবলীগের সদস্য ও সুন্দরবন ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কবির হোসেনের ছেলে।
সাবেক ইউপি চেয়ারম্যান কবির হোসেন জানান, মঙ্গলবার (২৬ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে দিগন্ত স্কুলের সামনে দিয়ে যাওয়ার সময় স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ইদ্রিস আলী ইজারাদারের কর্মী শাকিল, লিটনসহ কয়েকজন মিলে তার ছেলের ওপর হামলা চালান। এ সময় শেখ সাদী জখম হন। তাকে চিকিৎসার জন্য খুলনা মেডিকেলে পাঠানো হয়েছে।
তবে ওই ঘটনাকে বিচ্ছিন্ন ঘটনা বলে স্বতন্ত্র প্রার্থী ইদ্রিস আলী ইজারাদারের কর্মী ও মোংলা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইকবাল হোসেন জানান, প্রতিপক্ষ প্রার্থী নৌকার সমর্থক বেল্লাল হোসেন, ইউসুফসহ আরও কয়েকজন তাদের কর্মী-সমর্থকদের হুমকি-ধমকি দিচ্ছেন।
এদিকে হামলার ঘটনা জানতে পেরে ঘটনাস্থলে মোংলা সার্কেলের সহকারী পুলিশ সুপারের নেতৃত্বে মোংলা থানা পুলিশের একটি দল উপস্থিত হয়। তিনি জানান, সেখানকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বভাবিক রাখতে পুলিশের টহল বাড়ানো হয়েছে।
এ ছাড়া নৌকা প্রতীকের সমর্থকের ওপর হামলার ঘটনায় তাৎক্ষণিক মোংলা শহরে বিক্ষোভ মিছিল বের করেন নৌকার সমর্থকরা।
মন্তব্য করুন