দেশের ৮৭ শতাংশ এমপি প্রার্থীরা কোটিপতি, টিআইবির এমন প্রতিবেদন সম্পর্কে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল-আলম হানিফ বলেছেন, সব মানুষের আয় বেড়েছে, তার মানে এই নয়, সবাই দুর্নীতি করেছে। এমপিদেরও আয় বেড়েছে, সম্পদ বেড়েছে, সবারই ব্যবসা বাণিজ্য আছে, তার মানে এই নয়, তারা দুর্নীতি করেছে। না জেনে এসব কথা তুলে মানুষকে বিভ্রান্ত করা যাবে না।
বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) বেলা ১১টায় কুষ্টিয়ার পিটিআই রোডে নিজ বাসভবনের সামনে নৌকার নির্বাচনী প্রচারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
এ সময় অংশগ্রহণমূলক নির্বাচন প্রসঙ্গে হানিফ বলেন, নির্বাচনে অংশ না নিয়ে নির্বাচন প্রসঙ্গে বিএনপি কথা বলার অধিকার হারিয়েছে। মানুষের মধ্যে নির্বাচন নিয়ে ব্যাপক উৎসাহ সৃষ্টি হয়েছে। অতীতের যে কোনো সময়ের তুলনায় এই নির্বাচনে বেশি মানুষ অংশ নেবে।
পরে তিনি ইসলামী বিশ্ববিদ্যালয় থানাধীন গোস্বামী দুর্গাপুর ইউনিয়ন এলাকায় গণসংযোগ, পথসভা ও নির্বাচনী সভাসহ বিভিন্ন নির্বাচনী প্রচারে অংশ নেন।
মন্তব্য করুন