নোয়াখালী-২ আসনের স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান ভূঁইয়া মানিকের ছোট ভাই আনিছুর রহমান ও সাবেক পৌর মেয়র আবু জাফর টিপুসহ তার নির্বাচনী দায়িত্বে থাকা ১১ জন নেতৃস্থানীয় ব্যক্তিসহ মোট ১২ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা করা হয়েছে।
নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী) আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী সংসদ সদস্য মোরশেদ আলমকে জুতাপেটার চেষ্টার ঘটনায় এ মামলা করা হয়।
মঙ্গলবার (২৬ ডিসেম্বর) দুপুরে মোরশেদ আলমের সমর্থক আনোয়ার হোসেন এ মামলা দায়ের করেন। বিকেলে অভিযুক্ত আলা উদ্দিন আলোকে (৩০) ওই মামলার প্রধান আসামি হিসেবে আদালতে সোপর্দ করা হয়।
মামলা সূত্রে জানা গেছে, আসামিরা একে অপরের যোগসাজশে বৈঠক করে নৌকা প্রতীকের প্রার্থী সংসদ সদস্য মোরশেদ আলমকে হত্যার পরিকল্পনা করেন। সেই মোতাবেক গত সোমবার বিকেল ৫টায় আসামি আলাউদ্দিন আলো ধারাল অস্ত্র নিয়ে পথসভার মঞ্চে হামলা করে। এতে এমপি মোরশেদ আলমসহ বাদী আনোয়ার হোসেন আহত হন।
এদিকে গত সোমবার সন্ধ্যায় ঘটনার ২০ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এতে দেখা যায়, নেতাদের বক্তব্যের মাঝে এক ব্যক্তি মঞ্চে বসা নৌকার প্রার্থী সংসদ সদস্য মোরশেদ আলমকে জুতা দিয়ে পেটানোর চেষ্টা করেন। এ সময় তিনি তা হাত দিয়ে প্রতিহত করেন।
অভিযুক্ত আলাউদ্দিন আলো পুলিশকে জানান, এমপির ঘনিষ্ঠ লোকজন দীর্ঘদিন ধরে তার পরিবারের লোকজনের ওপর অন্যায়-অত্যাচার করে আসছেন, এমপিকে অভিযোগ দিয়েও এর কোনো প্রতিকার তিনি পাননি। সেই ক্ষোভ থেকেই তিনি এমপিকে মঞ্চে জুতা নিয়ে পেটাতে যান।
সেনবাগ থানার পরিদর্শক (তদন্ত) মো. আবু জাফর মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলার প্রধান আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে। যেহেতু নির্বাচনের সময় তাই বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। যাতে কোনো পক্ষ অহেতুক হয়রানির শিকার না হন, সেদিকে খেয়াল রাখা হচ্ছে।
এদিকে ঘটনার তীব্র নিন্দা জানিয়ে নৌকার প্রতিদ্বন্দ্বী কাঁচি মার্কার স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান ভূঁইয়া মানিক বলেন, কে বা কারা, কেন এমপিকে আক্রমণ করেছেন জানি না। কিন্তু তিনি আমার ভাইসহ ১১ জন সমর্থকে আসামি করে মামলা দিয়েছেন। কাঁচি মার্কার পক্ষে গণজোয়ার দেখেই তিনি ভীত হয়ে আমার লোকজনকে হয়রানি করার চেষ্টা করছেন। আমি এর ন্যায়বিচার চাই।
উল্লেখ্য, গত সোমবার বিকেল ৫টার দিকে সেনবাগ উপজেলার কেশারপাড় ইউনিয়নের দমদমা বাজারে নৌকা প্রতীকের পথসভার মঞ্চে সংসদ সদস্য মোরশেদ আলমকে জুতাপেটার চেষ্টা করে আলাউদ্দিন আলো নামের এক যুবক। এ ঘটনার পর আলাউদ্দিন আলোকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়।
মন্তব্য করুন