চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৩, ০৬:০৬ পিএম
অনলাইন সংস্করণ

স্বতন্ত্র প্রার্থীর ভাইসহ ১২ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা

সেনবাগ থানা, নোয়াখালী। ছবি : কালবেলা
সেনবাগ থানা, নোয়াখালী। ছবি : কালবেলা

নোয়াখালী-২ আসনের স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান ভূঁইয়া মানিকের ছোট ভাই আনিছুর রহমান ও সাবেক পৌর মেয়র আবু জাফর টিপুসহ তার নির্বাচনী দায়িত্বে থাকা ১১ জন নেতৃস্থানীয় ব্যক্তিসহ মোট ১২ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা করা হয়েছে।

নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী) আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী সংসদ সদস্য মোরশেদ আলমকে জুতাপেটার চেষ্টার ঘটনায় এ মামলা করা হয়।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) দুপুরে মোরশেদ আলমের সমর্থক আনোয়ার হোসেন এ মামলা দায়ের করেন। বিকেলে অভিযুক্ত আলা উদ্দিন আলোকে (৩০) ওই মামলার প্রধান আসামি হিসেবে আদালতে সোপর্দ করা হয়।

মামলা সূত্রে জানা গেছে, আসামিরা একে অপরের যোগসাজশে বৈঠক করে নৌকা প্রতীকের প্রার্থী সংসদ সদস্য মোরশেদ আলমকে হত্যার পরিকল্পনা করেন। সেই মোতাবেক গত সোমবার বিকেল ৫টায় আসামি আলাউদ্দিন আলো ধারাল অস্ত্র নিয়ে পথসভার মঞ্চে হামলা করে। এতে এমপি মোরশেদ আলমসহ বাদী আনোয়ার হোসেন আহত হন।

এদিকে গত সোমবার সন্ধ্যায় ঘটনার ২০ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এতে দেখা যায়, নেতাদের বক্তব্যের মাঝে এক ব্যক্তি মঞ্চে বসা নৌকার প্রার্থী সংসদ সদস্য মোরশেদ আলমকে জুতা দিয়ে পেটানোর চেষ্টা করেন। এ সময় তিনি তা হাত দিয়ে প্রতিহত করেন।

অভিযুক্ত আলাউদ্দিন আলো পুলিশকে জানান, এমপির ঘনিষ্ঠ লোকজন দীর্ঘদিন ধরে তার পরিবারের লোকজনের ওপর অন্যায়-অত্যাচার করে আসছেন, এমপিকে অভিযোগ দিয়েও এর কোনো প্রতিকার তিনি পাননি। সেই ক্ষোভ থেকেই তিনি এমপিকে মঞ্চে জুতা নিয়ে পেটাতে যান।

সেনবাগ থানার পরিদর্শক (তদন্ত) মো. আবু জাফর মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলার প্রধান আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে। যেহেতু নির্বাচনের সময় তাই বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। যাতে কোনো পক্ষ অহেতুক হয়রানির শিকার না হন, সেদিকে খেয়াল রাখা হচ্ছে।

এদিকে ঘটনার তীব্র নিন্দা জানিয়ে নৌকার প্রতিদ্বন্দ্বী কাঁচি মার্কার স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান ভূঁইয়া মানিক বলেন, কে বা কারা, কেন এমপিকে আক্রমণ করেছেন জানি না। কিন্তু তিনি আমার ভাইসহ ১১ জন সমর্থকে আসামি করে মামলা দিয়েছেন। কাঁচি মার্কার পক্ষে গণজোয়ার দেখেই তিনি ভীত হয়ে আমার লোকজনকে হয়রানি করার চেষ্টা করছেন। আমি এর ন্যায়বিচার চাই।

উল্লেখ্য, গত সোমবার বিকেল ৫টার দিকে সেনবাগ উপজেলার কেশারপাড় ইউনিয়নের দমদমা বাজারে নৌকা প্রতীকের পথসভার মঞ্চে সংসদ সদস্য মোরশেদ আলমকে জুতাপেটার চেষ্টা করে আলাউদ্দিন আলো নামের এক যুবক। এ ঘটনার পর আলাউদ্দিন আলোকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অস্ট্রেলিয়া সিরিজের জন্য চমক রেখে ভারতীয় দল ঘোষণা

যশোরে এক দিনে কাঁচা মরিচ কেজিতে বাড়ল ১৭০ টাকা

গাজায় হামলা বন্ধে ট্রাম্পের আহ্বানের পরই বোমা ফেলল ইসরায়েল

সচিবালয়ে সিঙ্গেল ইউজ প্লাস্টিক সম্পূর্ণভাবে নিষিদ্ধ

নির্বাচন বিলম্বিত হলে ফ্যাসিবাদের উৎপত্তি হবে: সালাহউদ্দিন

ক্যারিবীয়দের উড়িয়ে তিন দিনেই ভারতের টেস্ট জয়

ডুবে যাওয়া জাহাজ থেকে মিলল ১২ কোটি টাকার সোনা-রুপার মুদ্রা

বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল জামায়াত নেতার

নুরের দেশে আসার সময় জানালেন রাশেদ

মোটরসাইকেল থেকে নামিয়ে তরুণকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা

১০

১০ বছর পর রোববার দেশে ফিরছেন বিএনপির আন্তর্জাতিক সম্পাদক রাশেদুল হক

১১

এমপি প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভা / ৬ দফা দাবিতে ২৪ দিনের কর্মসূচি খেলাফত মজলিসের

১২

রোহিতকে সরিয়ে নতুন ওয়ানডে অধিনায়কের নাম ঘোষণা করল ভারত

১৩

স্ত্রী-শাশুড়ি মিলে যুবককে হত্যাচেষ্টা, ঘরের বারান্দায় খোঁড়া হয়েছিল কবর

১৪

যে ৩ সময়ে আয়াতুল কুরসি পাঠ করলে বেশি উপকার মিলে

১৫

হরাইজন মডেল ইউনাইটেড নেশনস সেশন-১ : এক অনন্য সফলতা

১৬

ছেলে হত্যার বিচার ঠেকাতে ষড়যন্ত্রমূলক নতুন মামলা, ক্ষোভে শহীদ ছায়াদের পরিবার

১৭

সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় ৪১৭ মৃত্যু

১৮

সাধারণ যে ৬ ভুলের কারণে পারফিউমের ঘ্রাণ দ্রুত চলে যায়

১৯

বেনাপোল বন্দরে ৫ দিন পর আমদানি-রপ্তানি শুরু

২০
X