পটুয়াখালী-৪ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী অধ্যক্ষ মো. মহিববুর রহমানের নির্বাচন করতে আওয়ামী লীগে যোগ দিয়েছেন কলাপাড়া উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ রেজাউল করিম রেজা। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) রাতে মো. মহিববুর রহমান তার নিজ বাসভবনে রেজাউল করিমকে ফুল দিয়ে বরণ করে নেন।
সৈয়দ রেজাউল করিম রেজা সাবেক পাকিস্তান প্রাদেশিক পরিষদের (কলাপাড়া-আমতলী) সাবেক এমপি মৃত সৈয়দ মোহাম্মদ আবুল হাসেম এর ৩য় পুত্র। রেজাউল করিম আওয়ামী লীগে যোগদান করায় তাকে অভিনন্দন জানিয়েছেন দলটির নেতাকর্মীরা।
সৈয়দ রেজাউল করিম রেজা বলেন, ‘আমার বাবা আওয়ামী লীগের এমপি ছিলেন। আমিও একসময় আওয়ামী লীগে ছিলাম। কোনো একটা কারণে বিএনপিতে এসেছি। বিএনপি করায় আমাকে কেউ রাজাকার বলে, অনেকে আবার বাজে মন্তব্য করে। এ ছাড়া আমি বিএনপিতে তেমন মূল্যায়ন পাইনি। তাই আমি আওয়ামী লীগে যোগদান করে নির্বাচনী কর্মকাণ্ডে অংশ নিচ্ছি।’
তিনি বলেন, ‘এমপি মহিবকে আমার মন থেকে ভালো লাগে। তার কর্মকাণ্ড ভালো। এ ছাড়া বর্তমান আওয়ামী লীগ সভাপতি স্বতন্ত্র প্রার্থী হয়ে নৌকার বিরুদ্ধে অবস্থান নেওয়ায় আমি মনে করি তার পদ থাকে না। তাই আওয়ামী মনোনীত মহিববুর রহমানের হাতে ফুল দিয়ে আওয়ামী লীগে যোগদান করেছি।’
কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব তালুকদার জানান, বিএনপি বার বার নির্বাচনে না আসায় নেতাকর্মীরা মুখ ফিরিয়ে নিয়েছে। সৈয়দ রেজাউল করিম রেজা ভালো ছেলে, ভালো ব্যবসায়ী। তাকে আমরা সাধুবাদ জানাই।
কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার জানান, রেজাউল পরিবারের সবাই আওয়ামী লীগ। তিনি মুখে মুখে বিএনপি করত। তারপরও তাকে বিএনপিতে রাখার জন্য যুগ্ম সাধারণ সম্পাদক পদ দেওয়া হয়েছিল। কিন্তু সে পদ পেয়েও তার সামাজিক যোগাযোগমাধ্যমে বিএনপিকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছে। আমরা তাকে বহিষ্কার করব।
মন্তব্য করুন